গ্রাফিক: শৌভিক দেবনাথ।
শনিবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য বাড়ল। কলকাতায় কিছুটা কমে নামল ২০০-র নীচে নামলেও অনেকটা বেড়ে উত্তর ২৪ পরগনায় পৌঁছে গেল ১০০-র কাছাকাছি। এই নিয়ে টানা চার দিন ধরে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০০-র ঘরেই রয়েছে। দৈনিক সংক্রমণের হারও এক লাফে অনেকটা বা়ড়ল রাজ্যে।
শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৫২ জন। কলকাতায় নতুন আক্রান্ত ১৯৭ জন। উত্তর ২৪ পরগনায় সংক্রমিত হয়েছেন ৯৬ জন। কলকাতা সংলগ্ন হাওড়া ও হুগলিতেও দৈনিক আক্রান্ত বেড়ে হল যথাক্রমে ৪০ ও ৩৭। দক্ষিণ ২৪ পরগনায় নতুন সংক্রমিত কিছু কমে হল ২৬। উত্তরবঙ্গের দার্জিলিঙেও অনেকটা বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। নতুন করে সংক্রমিত ২৫ জন।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ৪ জনের। এর মধ্যে কলকাতাতেই মারা গিয়েছেন তিন জন। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে মোট ১৯ হাজার ৭১১ জনের। শনিবার সংক্রমণমুক্ত হয়েছেন ৫৩৬ জন। সংক্রমণের হার বেড়ে হল ১.৭১ শতাংশ। কোভিড পরীক্ষা হয়েছে ৩২ হাজার ৩৭৩ জনের। বাংলায় সক্রিয় রোগীর সংখ্যাও বেড়ে দাঁড়াল সাত হাজার ৪৫৮। সক্রিয় রোগী বাড়ল কলকাতাতেও।
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন পাঁচ লক্ষ ১৩ হাজার ৮৫৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট টিকাপ্রাপ্তি ১০ কোটি ২২ লক্ষ ৪৩ হাজার ৯১ জন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy