রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠকে। নিজস্ব চিত্র।
এসএসসি দুর্নীতি ও ‘অপা’ কাণ্ডে শাসক দল তৃণমূলের উপর চাপ বাড়াতে একঝাঁক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে জানালেন, সোমবার পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিজেপির সাংসদরা সংসদ ভবনের সামনে গাঁধী মূর্তির পাদদেশে ধর্না অবস্থান করবেন। বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘বিজেপি সাংসদরা সোমবার গাঁধী মূর্তির পাদদেশে ধর্না দেবর। আমরা যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলছি, এই বৃহত্তর ষড়যন্ত্র উন্মোচনের জন্য ইডি ও সিবিআইয়ের পদক্ষেপ যেন হয়, সেই দাবিতে সরব হব।’’
দিল্লির পাশাপাশি বাংলায় বিক্ষোভ আন্দোলনের ঝাঁঝ বাড়াতে একঝাঁক কর্মসূচি ঘোষণা করেছেন বিজেপি সভাপতি। এই কর্মসূচি রূপায়ণে একটি কমিটিও গঠন করেছেন তিনি। যাঁর মাথায় রয়েছেন পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিংহ মাহাত। রবিবার বিজেপির রাজ্য দফতরে আয়োজিত সাংবাদিক বৈঠকে যাবতীয় কর্মসূচি ঘোষণা করেছেন বালুরঘাটের সাংসদ। ৩১ জুলাই থেকে ৫ অগস্ট পর্যন্ত প্রত্যেকটি পুরসভা এলাকার ওয়ার্ড ও অঞ্চল স্তরে এই কর্মসূচি নেওয়া হবে।
৩১ জুলাই-৫ই আগস্ট পর্যন্ত প্রত্যেকে পৌরসভাতে ওয়ার্ড স্তরে এবং অঞ্চল স্তরে পথসভার মাধ্যমে বিজেপি এই দুর্নীতির কথা মানুষকে জানাবে : @drsukantabjp pic.twitter.com/4ZIATTmqIe
— BJP Bengal (@BJP4Bengal) July 31, 2022
৬ই আগস্ট থেকে-৮ই আগস্ট এবং ১৬ই আগস্ট-১৮ই আগস্ট দুর্নীতির বিরুদ্ধে বিজেপি সকল ব্লক স্তরে অবস্থান, মিছিল এবং ধর্ণা অবস্থান করবে : @drsukantabjp pic.twitter.com/kyoW44mxgH
— BJP Bengal (@BJP4Bengal) July 31, 2022
পথসভা করে রাজ্যের মানুষকে শাসকদলের দুর্নীতি প্রসঙ্গে অবগত করাই এই কর্মসূচির উদ্দেশ্য বলে জানিয়েছেন সুকান্ত। মাঝে স্বাধীনতা দিবস উপলক্ষে কয়েক দিনের বিরতি রাখা হয়েছে। ১৯-২৩ অগস্ট রাজ্য জুড়ে আইন আমান্য কর্মসূচি অনুসৃত হবে বলে ঘোষণা করা হয়েছে। এই দিনগুলিতে জেলা স্তরে ‘আইন অমান্য’ ও ‘জেলে ভরো’ কর্মসূচি পালন করবেন বিজেপির নেতা-কর্মীরা।
প্রথম পর্যায়ের এই আন্দোলন গতি পাবে সোমবার থেকেই। এসএসসি দুর্নীতির তদন্ত যাতে সঠিক গতিতে এগোয়, সেই দাবিতে একটি নির্দিষ্ট স্থানে ধর্না অবস্থান করবে বিজেপি। প্রতি দিন তিন ঘণ্টা করে চলবে এই ধর্না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy