ফাইল চিত্র।
ডেঙ্গি নিয়ে সচেতন করতে উদ্যোগী হল কালনা ও কাটোয়া মহকুমা প্রশাসন। কালনায় বাড়ি-বাড়ি প্রচার ও পরে একটি আলোচনাসভা আয়োজিত হয় মঙ্গলবার। এ দিন কাটোয়াতেও সভা করেন প্রশাসনের আধিকারিকেরা।
জ্বর হলেই তা ডেঙ্গি নয়। তবে রক্ত পরীক্ষা করাতে হবে— কাটোয়ায় কাউন্সিলর, স্বাস্থ্যকর্মীদের নিয়ে বৈঠকে এমনই বার্তা দেওয়া হয় এ দিন। মঙ্গলবার পুরসভার উত্তরণ হলে এই বৈঠকে ছিলেন কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার রতন শাসমল, মহকুমাশাসক সৌমেন পাল ,বিধায়ক তথা পুরপ্রধান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। প্রশাসন সূত্রে জানা যায়, এ বছর এখনও পর্যন্ত কাটোয়া মহকুমায় ৫৬ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। দাঁইহাট ছাড়া মহকুমার নানা প্রান্তেই এই রোগ দেখা দিয়েছে। তবে গত বছরের তুলনায় এ বার প্রকোপ কম বলে দাবি কর্তাদের। শুধু ডেঙ্গি নয়, মশাবাহিত নানা রোগ প্রতিরোধ নিয়েই এ দিন আলোচনা হয়। এলাকা সাফাইয়ে জোর দিতে বলা হয় কর্মীদের।
কালনার জাপট এলাকায় এ দিন বাড়ি-বাড়ি গিয়ে হ্যান্ডবিল, পোস্টার দেওয়া হয়। ডেঙ্গি রুখতে কী কী পদক্ষেপ করা প্রয়োজন, বোঝানো হয়। প্রশাসনের কর্তাদের সঙ্গে ছিল স্কুল পড়ুয়ারা ও জাপট মহিলা সমন্বয় সমিতির সদস্যেরা। বিকেলে শহরের পুরশ্রী মঞ্চে ডেঙ্গি প্রতিরোধ নিয়ে আলোচনাসভা হয়। স্বাস্থ্য দফতরের কর্তারা ছাড়াও ছিলেন পুরপ্রধান দেবপ্রসাদ বাগ-সহ শহরের কাউন্সিলাররা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy