চোলাইয়ের ঠেক ভাঙল পুলিশ
নিজস্ব সংবাদদাতা • সন্দেশখালি
গ্রামের মধ্যে চোলাই ঠেকের রমরমা ব্যবসার কারণে দুষ্কৃতী উপদ্রব বাড়ছিল। দিনভোর রোজগারের টাকা চোলাইয়ের পিছনে খরচ করে বাড়ি ফিরে পুরুষেরা তাঁদের স্ত্রী-ছেলেমেয়েদের উপরে নির্যাতন করেন। সংসারে অশান্তি লেগেই থাকে। এমনই অভিযোগ পেয়ে সন্দেশখালি থানার পুলিশ তিনটি চোলাইয়ের ঠেক গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি এক ব্যবসায়ীকে গ্রেফতার করল। শনিবার দুপুরে আগারহাটি, সুন্দরীখাল এবং দিঘিরপাড় এলাকায় চোলাই উচ্ছেদের ঘটনায় উত্তেজনা ছড়ায়। চোলাই ব্যবসায়ীরা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও বিশাল পুলিশ বাহিনী দেখে পালায়। তিন জায়গায় ঠেক ভেঙে দেওয়া হয়। দেড় হাজার লিটার চোলাই তৈরির সরঞ্জামও নষ্ট করে দেয় পুলিশ। তিনশো লিটার মদ আটক করা হয়েছে। দিঘিরপাড় এলাকার চোলাই ব্যবসায়ী বিমল বেরাকেও গ্রেফতার করা হয়। পুলিশের ভূমিকার প্রশংসা করেও স্থানীয় বাসিন্দারা জানান, কেবল একবার অভিযান করলেই হবে না। চোলাই বন্ধ করতে ধারাবাহিক ভাবে ঠেক ভাঙার অভিযান চালিয়ে যেতে হবে। স্থানীয় বাসিন্দা মনসা মণ্ডল, কাকলি দাস, ফজিলা খাতুন, তামলি মুণ্ডারা বলেন, “চোলাইয়ের রমরমার কারণে ছেলেমেয়েদের পড়া বন্ধ হয়ে যায়। পুরুষরা যা রোজগার করে, তার বেশির ভাগটাই চোলাইয়ের পিছনে খরচ করে। ফলে সংসার চালানোই দায় হয়ে পড়েছে। তা ছাড়া, চোলাইয়ের কারণে গ্রামে দুষ্কৃতী উপদ্রব বাড়ছে। ঘরে ঘরে অশান্তি লেগে আছে।”
বধূকে ধর্ষণের অভিযোগ, ধৃত ১
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার ও ক্যানিং
এক বধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের ধনবেড়িয়া গ্রামে। রবিবার বিকেলে ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ করেন বছর বত্রিশের ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে পুলিশ রবিবার সন্ধ্যায় সাতাশ বছরের ওই যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মোহন মণ্ডল। শুক্রবার বিকেলে ওই মহিলা বাড়িতে একা ছিলেন। সেই সুযোগে প্রতিবেশী ওই যুবক তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ওই মহিলাকে ডাক্তামির পরীক্ষার জন্য ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য একটি ঘটনায়, এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক নাবালককে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। শনিবার রাতে ক্যানিংয়ের গাঁধী কলোনি থেকে ওই কিশোরকে ধরা হয়েছে। পুলিশ জানিয়েছে, মেয়েটির মায়ের অভিযোগের ভিত্তিতে বছর ষোলোর ছেলেটিকে নিজের বাড়ির এলাকা থেকেই ধরা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ক্যানিংয়ের বিদ্যাধর কলোনির বাসিন্দা বছর ষোলোর ওই কিশোরী বাড়িতে একা ছিল। তার বাবা-মা বাইরে কাজে গিয়েছিলেন। অভিযোগ, সেই সুযোগে ওই কিশোর ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির মা হঠাত্ কাজ থেকে ফিরে এসে ওই কিশোরকে হাতে নাতে ধরে ফেলেন।
মোটরবাইক ছিনতাই বসিরহাটে
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
এক ব্যবসায়ীকে মারধর করে তাঁর মোটরবাইক ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বসিরহাটের মাটিয়ার গোয়ালতলায়। ব্যবসায়ী ইমান আলির কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানায়, বসিরহাটের আমটোনা গ্রামে ইমান আলির বাড়ি। তাঁর মুদিখানা ব্যবসা। শুক্রবার ওষুধ কিনতে মাটিয়ায় এসেছিলেন তিনি। ফেরার পথে গোয়ালতলার কাছে দু’টি মোটর বাইকে পাঁচ জন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। ব্যাগে টাকা আছে মনে করে সেটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দেন ইমান। দুষ্কৃতীরা ভোজালি বের করে তার বাঁট দিয়ে ওই ব্যক্তির হাতে, মাথায় আঘাত করে। রাস্তায় ছিটকে পড়েন ব্যবসায়ী। সেই সুযোগে তাঁর মোটর বাইক এবং ওষুধের ব্যাগ নিয়ে দুষ্কৃতীরা পালায়। তাদের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
ধর্ষণে অভিযুক্তরা জেল হাজতে
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং
ক্যানিংয়ের জীবনতলায় এক কিশোরীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগে ধৃত নুর আলম মিস্ত্রি-সহ তিন জনকে রবিবার আলিপুর আদালতে তোলা হয়। বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, সোমবার তাদের ফের আদালতে তোলা হবে। অভিযোগ, বিয়ের নাম করে ডেকে নিয়ে গিয়ে গিয়ে শুক্রবার গভীর রাতে বছর ষোলোর ওই কিশোরীকে নুর আলম ধর্ষণ করে। আত্মীয় হাঁসা মিস্ত্রির সামনেই সে ওই ঘটনা ঘটায়।
বাল্যবিবাহ রুখতে আলোচনা শিবির
সম্প্রতি পুরোহিত, ইমাম এবং রেজিস্টার্ডদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে কর্মশালার আয়োজন করল উত্তর ২৪ পরগনা জেলা চাইল্ড লাইনের হাসনাবাদ শাখা। ইছামতী নদীর ধারে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আবু সুপিয়ান মণ্ডল, ওসি গোপালচন্দ্র বিশ্বাস, চাইল্ড লাইনের আলাউদ্দিন গাজি, স্বপন মুখোপাধ্যায় প্রমুখ। কর্মশালায় বক্তারা অনেকে জানান, শুধু আইন প্রণয়ন করলেই হবে না, সব ধর্মের মানুষকে বাল্যবিবাহ আটকাতে এগিয়ে আসতে হবে।
কৃষিরত্ন পুরস্কার স্বরূপনগরে
জৈব সারের মাধ্যমে উন্নত মানের ফসল ফলানোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ‘কৃষিরত্ন’ পুরস্কার পেলেন স্বরূপনগর ব্লকের চারঘাটের বাসিন্দা অরুণ রায়। শনিবার ব্লক দফতরে মহকুমা-সহ কৃষি অধিকর্তা জাহাঙ্গির আলম, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনতি বিশ্বাস সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে অরুণবাবুর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। অরুণবাবু বলেন, “জৈব সার প্রয়োগে ফসলের ফলন বাড়ে। পাশাপাশি এই সার প্রয়োগে বেড়ে ওঠা ফসল শরীরের পক্ষে ক্ষতিকর নয়।”
ফের তৃণমূলের জয়
ডায়মন্ড হারবার হাইস্কুলে পরিচালন কমিটির দখল নিজেদের হাতেই রাখল তৃণমূল। রবিবার স্কুলে অভিভাবক প্রতিনিধির নির্বাচনে ৬টি আসনেই তৃণমূল জয়ী হয়েছে। তবে এ দিন মাত্র ৪০ শতাংশ ভোট পড়েছে।
পুলিশের উদ্যোগে কবাডি ক্যানিংয়ে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy