শ্লীলতাহানি, ধৃত দুই পড়শি
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার
বিদ্যুতের খুঁটি পোঁতা নিয়ে বিবাদের জেরে এক মহিলাকে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে তাঁর দুই প্রতিবেশীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ডায়মন্ড হারবারের ঝিঙা গ্রামে ওই ঘটনায় ধৃতেরা হলেন বিকাশ মণ্ডল এবং তার ভাই বিমল। বিকাশ-বিমলের ভাই বিধানও ওই ঘটনায় অভিযুক্ত হলেও তিনি পলাতক বলে পুলিশের তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার বাড়িতে বিদ্যুৎ সংযোগের জন্য রাস্তার ধারে খুঁটি পোঁতার কাজ চলছিল। যে জমিতে সেই কাজ হচ্ছিল, সেই জমি তাঁদের বলে দাবি করেন বিকাশ-বিমলেরা। কাজে বাধা দেন বলে অভিযোগ। এর প্রতিবাদ জানান ওই মহিলা। তখনই তিন ভাই তাঁর উপরে চড়াও হন বলে অভিযোগ। মহিলাকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করানো হয়। মহিলার স্বামী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আজ শুরু উচ্চ মাধ্যমিক
আজ, শুক্রবার শুরু হচ্ছে নতুন সিলেবাসের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বৃহস্পতিবার থেকে পুরনো সিলেবাসের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। বারাসত, বনগাঁ ও বসিরহাট মহকুমায় পরীক্ষার্থী প্রায় ৪০ হাজার। ৩৪টি প্রধান কেন্দ্র। ৯০টি উপ কেন্দ্র। মূল কেন্দ্রগুলিতে ভিডিও ক্যামেরার ব্যবস্থা থাকছে। উপকেন্দ্রগুলিতে সব জায়গায় মেডিক্যাল টিম থাকছে। পুরনো সিলেবাসে যারা পরীক্ষা দিচ্ছে, তাদের পরীক্ষা বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় গত বারের তুলনায় ১৬২ জন পরীক্ষার্থী কমে এ বার মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ৫৯,৬৫৪ জন। ছেলেদের সংখ্যা ২৯,৭৫২ জন এবং ছাত্রী ২৯,৯০২ জন। শিক্ষা সংসদ সূত্রের খবর, এ বার জেলায় মোট ৫০টি প্রধান কেন্দ্র থাকছে। সেগুলির অধীনে কেন্দ্র থাকছে আরও ১২১টি। প্রধান কেন্দ্রগুলিতে সংসদের পরিদর্শক নিয়োগ করা হচ্ছে। সংসদ সূত্রে জানানো হয়েছে, পরীক্ষার সময়ে যানজট নিয়ে ব্যাপক ভুগতে হয় ছাত্রছাত্রীদের। তাই পুরো জেলায় যানজট নিয়ন্ত্রণের জন্য ১৪টি ব্যস্ততম রাস্তার মোড় চিহ্নিত করা হয়েছে। এই সমস্ত পয়েন্টগুলিতে যানযট মুক্ত রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সমস্যা হচ্ছিল, ভেঙে ফেলা হল অধিকাংশ হাম্প
মথুরাপুর রায়দিঘি রোডে কোম্পানিরঠেক মোড়ের কাছে তোলা ছবি।
দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘি থেকে দক্ষিণ বিষ্ণুপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার রাস্তায় ৫০টিরও বেশি হাম্প করা হয়েছিল যার জেরে গাড়ির চালক থেকে যাত্রী, সকলেরই সমস্যা হচ্ছিল। বিষয়টি নিয়ে যাত্রী দুর্ভোগের খবর দিন কয়েক আগে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়। সমস্যা মেটাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হয় স্থানীয় প্রশাসন। কর্তৃপক্ষের নির্দেশে সোমবার সকাল থেকেই এক এক করে অধিকাংশ হাম্প ভেঙে ফেলা হয়েছে। মথুরাপুর ২ বিডিও মোনালিসা তিরকে বলেন, “জেলা ও মহকুমা প্রশাসনের নির্দেশ পাওয়ার পরে রাস্তার স্কুল-লাগোয়া চারটি হাম্প রেখে বাকিগুলি ভেঙে ফেলা হয়েছে। সমস্ত দফতরের আধিকািরেরা উপস্থিত ছিলেন।”
পরীক্ষার আগে মাইক
অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের উদ্যোগে সোমবার থেকে শুরু হয়েছিল বনগাঁর থানার ঘাটে ইছামতী নদীতে ‘মর্যাদা অনুষ্ঠান’। বৃহস্পতিবার দুপুরে সেখানে মাইক বাজানো হয়েছে বলে অভিযোগ। গান-বাজনা শোনা না গেলেও অনুষ্ঠানের ঘোষণা মাইক বাজিয়ে চলেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বাগদার হেলেঞ্চায় পুতুল নাচের অনুষ্ঠানেও মাইক বেজেছে। মহকুমাশাসক সুদীপ মুখোপাধ্যায় বলেন, “বিষয়টি শুনেছি। খতিয়ে দেখছি।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy