Advertisement
২৪ নভেম্বর ২০২৪

টুকরো খবর

উত্তর ২৪ পরগনার বসিরহাট-স্বরূপনগরে সীমান্তরক্ষীদের গুলিতে এক বাংলাদেশি চোরাকারবারি আহত হয়েছে। বিএসএফ জানায়, বুধবার রাতের ওই ঘটনায় আহত আরিফ হুসেন বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। তাকে স্বরূপনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। জনা তিরিশ চোরাকারবারি ওই এলাকায় বিএসফের একটি টহলদারি দলের উপরে হামলা চালায়। জওয়ানেরা পাল্টা গুলি চালালে আরিফ আহত হয়। বিশেষ সূত্র মারফত খবর পেয়ে ওই রাতেই স্বরূপনগরের তরলিতে অভিযান চালানো হয়। ২৫ কিলোগ্রাম রুপো বাজেয়াপ্ত করা হলেও সেখানে কাউকে গ্রেফতার করা যায়নি।

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৫ ০০:৫৩
Share: Save:

গুলিতে জখম চোরাকারবারি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

উত্তর ২৪ পরগনার বসিরহাট-স্বরূপনগরে সীমান্তরক্ষীদের গুলিতে এক বাংলাদেশি চোরাকারবারি আহত হয়েছে। বিএসএফ জানায়, বুধবার রাতের ওই ঘটনায় আহত আরিফ হুসেন বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। তাকে স্বরূপনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। জনা তিরিশ চোরাকারবারি ওই এলাকায় বিএসফের একটি টহলদারি দলের উপরে হামলা চালায়। জওয়ানেরা পাল্টা গুলি চালালে আরিফ আহত হয়। বিশেষ সূত্র মারফত খবর পেয়ে ওই রাতেই স্বরূপনগরের তরলিতে অভিযান চালানো হয়। ২৫ কিলোগ্রাম রুপো বাজেয়াপ্ত করা হলেও সেখানে কাউকে গ্রেফতার করা যায়নি।

ট্রাকে চাপা পড়ে মৃত ছাত্র
নিজস্ব সংবাদদাতা • হাবরা

বালি বোঝাই ট্রাক উল্টে গিয়ে মৃত্যু হল এক কিশোরের। বুধবার সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাবরা থানার কুমড়ো কাশীপুরের কাছে নবপল্লি এলাকায় হাবরা-মগড়া সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সঞ্জু দে (১৪)। সে স্থানীয় দক্ষিণ নাংলা কেইউ ইন্সটিটিউশনের নবম শ্রেণির ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন ট্রাকটি দ্রুত গতিতে চলছিল। বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই একটি ঝুপড়িতে উল্টে পড়ে যায়। সে সময় ওই ঝুপড়িতে সঞ্জু তার পরিবারের সঙ্গে ছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলেটির। বাড়ির অন্যান্য সদস্যেরা জখম হয়েছেন বলে পুলিশ জানায়। সকাল সাড়ে ১১টা নাগাদ ট্রাক কেটে ঝুপড়ি থেকে ছেলেটির দেহ উদ্ধার করে পুলিশ। চালক পলাতক।

অটো চালকদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা • বনগাঁ

বেআইনি ভাবে অটো চলাচলের প্রতিবাদে বুধবার বনগাঁয় মহকুমাশাসকের দফতরের সামনে ধর্নায় বসলেন বৈধ রুটের অটোচালকরা। সেখানে বিক্ষোভ দেখানো হয়। পেট্রাপোল সামান্ত থেকে রেল স্টেশন রুটের ওই অটোচালকদের অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি গায়ের জোরে রাস্তায় অটো নামাচ্ছেন। তারা যত্রতত্র যাত্রী তুলছে। ফলে, বৈধ রুটের চালকেরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ দিন ধর্নায় বসার আগে মিছিলও করেন ওই অটোচালকেরা। ওই রুটের অটোচালক সংগঠনের সম্পাদক সন্তোষ দাস বলেন, “সমস্যার কথা মহকুমাশাসককে জানিয়েছি। বেআইনি অটোর বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।” মহকুমাশাসক সুদীপ মুখোপাধ্যায় বলেন, “সমস্যা সমাধানে শীঘ্রই পদক্ষেপ করা হবে।”

ধর্ষণে যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা • বনগাঁ

চোদ্দো মাসের এক শিশুকন্যাকে ধর্ষণের দায়ে প্রতিবেশী এক প্রৌঢ়কে বুধবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বনগাঁ মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (২) ঐন্দ্রিলা মুখোপাধ্যায়। পুলিশ জানায়, ১৯৯৯ সালে ২০ মে বাগদা থানার হেলেঞ্চায় সকালে মেয়েটির মা মেয়েকে বাড়ির বারান্দায় শুইয়ে পাশেই কোনও কাজে গিয়েছিলেন। সে সময় ওই শিশুটির পাশে বসেছিল অসীম দত্ত নামে প্রতিবেশী প্রৌঢ়। মেয়ের মায়ের অনুপস্থিতির সুযোগে সে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় রেখে পালানোর চেষ্টাও করে। কিন্তু বাচ্চাটির কান্না শুনে তার মা ছুটে আসেন। চলে আসেন পাড়া-পড়শিরাও। অসীমকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

প্রতিবন্ধীদের সরঞ্জাম বিলি

নিজস্ব সংবাদদাতা • মথুরাপুর

ভারত সেবাশ্রম সঙ্ঘ ও কেন্দ্রীয় সরকারের জাতীয় ক্ষুদ্র শিল্প নিগম লিমিটেডের যৌথ উদ্যোগে প্রতিবন্ধীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম বিলি করা হল। বুধবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ব্লকের বটিশ্বর গ্রামে প্রায় ৫০ জন প্রতিবন্ধী মানুষকে তাঁদের প্রয়োজনের ক্র্যাচ, শ্রবণযন্ত্র, ট্রাই সাইকেল, হুইল চেয়ার প্রভৃতি তুলে দেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ। গত এক মাস ধরে জেলার বিভিন্ন জায়গায় এ রকম শিবির আয়োজন করা হচ্ছে। আগামী দিনে আরও কয়েকটি জায়গায় দুঃস্থদের এ ধরনের সাহায্য করা হবে বলে এ দিন অনুষ্ঠানে জানিয়েছেন উদ্যোক্তারা।

গাইঘাটায় চুরি

নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা

পর পর পাঁচটি দোকানে টাকা, মালপত্র চুরি করল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটার ঠাকুরনগর বাজারে। বুধবার দু’জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, চুরির তদন্তে কাজে লেগেছে দোকান থেকে পাওয়া সিসি টিভি ফুটেজ।

সুন্দরবন কাপে জয়ী জীবনতলার দল

সুন্দরবন কাপ ফুটবলে দক্ষিণ ২৪ পরগনা জেলায় পুরুষ, মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হল জীবনতলার হাওড়ামারির দল। ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে হাওড়ামারি মিলন সঙ্ঘ। মেয়েদের বিভাগে বিজয়ী হাওড়ামারি কেজিবিপি গার্লস হোস্টেল। গত ১৫ ফেব্রুয়ারি থেকে জেলার ১৯টি থানা এলাকায় ওই প্রতিযোগিতা শুরু হয়। পুরুষ বিভাগে ৪১২টি এবং মহিলা বিভাগে ৬২টি দল যোগদান করে। সম্প্রতি দুই বিভাগের ফাইনাল হয় ক্যানিংয়ের গোলকুঠিপাড়া ফুটবল ময়দানে। মেয়েদের ফাইনালে কেজিবিপি-র মুখোমুখি হয় বাসন্তী পল্লব কোচিং সেন্টার ফর গার্লস। জীবনতলার দলটি ৩-০ গোলে জেতে। ম্যান অব দ্য ম্যাচ হন চ্যাম্পিয়ন দলের হাসনাবানু ফকির। ছেলেদের ফাইনালে মথুরাপুর সবুজ সঙ্ঘকে টাইব্রেকারে হারায় মিলন সঙ্ঘ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। টাইব্রেকারে ৪-৩ গোলে জেতে মিলন সঙ্ঘ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের এসডিপিও রূপান্তর সেনগুপ্ত, জেলা পরিষদের সহ সভাপতি শৈবাল লাহিড়ি, ক্যানিং ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সওকত মোল্লা, ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি পরেশরাম দাস প্রমুখ।

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy