media/unsplash:zlhvQpn43o4

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, বিশ্বে প্রতি ছ’জন পুরুষের মধ্যে এক জন বন্ধ্যত্বের শিকার।

media/unsplash:8xAaevlbQLM

রিপোর্টে বলা হয়েছে, বন্ধ্যত্বের কারণ মূলত অনিয়ন্ত্রিত জীবনযাপন।

media/unsplash:DgoyKNgPiFQ

রাত জেগে কাজ করাও এর একটি বড় কারণ, বলছে সংস্থার রিপোর্ট।

media/unsplash:jVQznD9w7Kc

মদ এবং ধূমপানের প্রতি আসক্তি থেকে হতে পারে বন্ধ্যত্ব।

media/unsplash:kdRggDmQGI4

দীর্ঘ ক্ষণ চেয়ারে বসে কাজ করার ফলেও বন্ধ্যত্বের সমস্যা হতে পারে।

media/unsplash:2_Ddnr0NYSA

যাঁরা একটানা অনেক ক্ষণ গাড়ি চালান, তাঁদের মধ্যেও এই সমস্যা দেখা দিতে পারে।

media/unsplash:FVtG38Cjc_k

ওয়াইফাই থেকে নির্গত রেডিয়েশনও বন্ধ্যত্বের কারণ হতে পারে, জানাচ্ছে হু-এর রিপোর্ট।

media/unsplash:8Qi6Yn6qDyA

শরীর গঠনের ইঞ্জেকশন থেকে বন্ধ্যত্ব হতে পারে।