অ্যাপল আইফোন ১৫ সিরিজ়ে বেশ কিছু পরিবর্তন এনেছে। দিনকয়েক আগেই বাজারে আসা আইফোন ১৫ প্রো-তে কী কী বিশেষ বৈশিষ্ট্য রয়েছে?
ছবি: সংগৃহীত
আইফোন ১৫ প্রো-তে টাইটেনিয়াম বিল্ড রয়েছে, যে কারণে ফোনটির ওজন কমেছে।
ছবি: সংগৃহীত
আইফোন ১৫ প্রো ফোনের ধারগুলির তীক্ষ্ণতা হ্রাস করা হয়েছে, যাতে ফোনটি হাত থেকে পিছলে না যায়।
ছবি: সংগৃহীত
বাড়ি কিনতে চান? বাজেটের মধ্যে বিলাসবহুল বাড়ি পাবেন দেশের যে সব শহরে
আইফোন ১৫ প্রো-এর ডিসপ্লেতে রয়েছে সেরামিক শিল্ড গ্লাসের সুরক্ষা।
ছবি: সংগৃহীত
ফোনটির ক্যামেরায় রয়েছে ম্যাক্রো সেনসর-সহ ‘থ্রি এক্স অপটিক্যাল জ়ুম’-এর বৈশিষ্ট্য।
ছবি: সংগৃহীত
আইফোন ১৫ প্রো-তে ৬০ এফপিএস-এ শুট করার সুবিধা রয়েছে।
ছবি: সংগৃহীত
ভিডিয়ো মোডে ‘থ্রি এক্স জ়ুম’ এবং সিনেম্যাটিক মোডে ‘টু এক্স জ়ুম’ করা সম্ভব এই ফোনে।
ছবি: সংগৃহীত
আইফোন ১৫ প্রো-এর ‘ফ্রন্ট ক্যামেরা’-র ১২ মেগাপিক্সেল ক্যামেরা সেনসর রয়েছে, যাতে অসাধারণ ফোটো এবং ভিডিয়ো করা যায়।
ছবি: সংগৃহীত
আইফোন ১৫ প্রো-তে স্যাটেলাইট কানেক্টিভিটি এবং ‘ফাইন্ড মাই অ্যাপ্স’-এর পাশাপাশি জরুরি এসওএস সাপোর্টও রয়েছে।
ছবি: সংগৃহীত