টক জাতীয় ফল খেতে ভালবাসেন? তা হলে কিছু বিষয় এখনই সতর্ক হওয়া জরুরি।

ছবি: সংগৃহীত

কয়েকটি খাবারের সঙ্গে টক ফল খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।

ছবি: সংগৃহীত

শসা এবং তরমুজ

 শসা আর তরমুজে প্রচুর পরিমাণে জল থাকে। এর সঙ্গে টক ফল খেলে অম্বলের সমস্যা হতে পারে।

ছবি: সংগৃহীত

দই

টক ফলের সঙ্গে দই খেলে কফ আর পিত্তের সমস্যা হয়।

ছবি: সংগৃহীত

দুধ

 দুধের সঙ্গে টক জাতীয় খাবার খেলে বদহজম হয়, চর্মরোগের আশঙ্কা বৃদ্ধি পায়।

ছবি: সংগৃহীত

উপোস

উপোস করলে প্রথম খাবার হিসাবে কখনই টক ফল খাওয়া উচিত নয়। কারণ উপোস করলে শরীরে পিত্তের পরিমাণ বৃদ্ধি পায়। টক ফল খেলে হিতে বিপরীত হতে পারে।

ছবি: সংগৃহীত

মশলাযুক্ত খাদ্য

তেলমশলা যুক্ত খাবার খাওয়ার পরে কখনই টক ফল খাওয়া উচিত নয়। এতে লিভারের ক্ষতি হয়।

ছবি: সংগৃহীত

টক ফল খেলে শরীরে অম্লের মাত্রা বৃদ্ধি পায়। তাই টক ফলের সঙ্গে সামান্য লবণ আর গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খাওয়া উচিত।

ছবি: সংগৃহীত