নতুন প্রজন্মের মধ্যে বিয়ে নিয়ে ভীতি তৈরি হচ্ছে৷ দীর্ঘকালীন বিবাহিত সম্পর্ক টিকিয়ে রাখা নিয়ে তরুণ প্রজন্ম সন্দিহান। কিন্তু কিছু সহজ নিয়ম মেনে চললেই সম্পর্কের মধ্যেকার উষ্ণতা থাকবে দীর্ঘ দিন৷

বিবাহিত সম্পর্ক সুন্দর করতে সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন৷ সবসময় নিজের মতামত সঙ্গীর উপর চাপিয়ে দেবেন না।

 সঙ্গীর কথা শুনুন

জীবনের সমস্যা, জটিলতাকে দূরে সরিয়ে নিজেদের মতো করে একান্ত অবসর‍যাপন সুন্দর সম্পর্কের জন্য অত্যন্ত প্রয়োজন।

সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটান

 সম্পর্ক সুন্দর হয় বিশ্বাস, ভরসা এবং পারস্পরিক সম্মানের উপর৷ অযথা সঙ্গীকে মিথ্যা বলবেন না। সম্পর্কে সৎ থাকার চেষ্টা করুন৷

সম্পর্কের মধ্যে সততা বজায় রাখা

   শুধু আপনার কথা তুলে ধরতে সঙ্গীর সমস্ত কথা উপেক্ষা করবেন না৷ পারস্পরিক সমঝোতা সম্পর্ককে মজবুত করবে।

অপ্রয়োজনীয় তর্কে জড়াবেন না

মতবিরোধ হলে  সঙ্গীর সঙ্গে চিৎকার করে কথা বলবেন না। সময় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করুন৷ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করুন৷ 

একে অপরের উপর চিৎকার করবেন না

বিয়ে হওয়ার দুই বছরই হোক বা কুড়ি বছর,  মাঝেমধ্যে সঙ্গীকে নিয়ে কাছাকাছি কোথাও ঘুরতে ‌যাওয়ার  সুযোগ হাতছাড়া করবেন না।

দু‘জনে ঘুরতে ‌যেতে পারেন

 আপনার সঙ্গীর দ্বারা করা যে কোনও প্রচেষ্টার জন্য প্রকাশ্যে প্রশংসা করুন। আপনার প্রয়োজনে সাহায্য করলে কৃতজ্ঞতা প্রকাশ করুন।

কৃতজ্ঞতা প্রকাশ এবং প্রশংসা