শীত এলেই ত্বক শুষ্ক প্রাণহীন হয়ে যায়? ত্বককে সতেজ সজীব রাখতে রইল কিছু সহজ উপায়ের হদিস।
ছবি: সংগৃহীত
শীতে বাতাসে আর্দ্রতার ভাব কম থাকায় ত্বক তার স্বাভাবিক সতেজ ভাব হারিয়ে ফেলে৷ শুষ্ক ত্বক কারও কারও ক্ষেত্রে মারাত্মক হতে পারে৷
ছবি: সংগৃহীত
আবহাওয়া পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ত্বকের যত্ন নেওয়া জরুরি৷ ঘরোয়া উপায়ে ত্বক স্বাস্থ্যোজ্জ্বল রাখতে কী কী প্রয়োজন?
ছবি: সংগৃহীত
নারকেল তেল
নারকেল তেল প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে। নারকেল তেলে ভিটামিন ই থাকা এর ব্যবহারে শীতে ত্বক শুষ্ক হয় না৷
ছবি: সংগৃহীত
হলুদ
কাঁচা দুধে এক চামচ হলুদ মিশিয়ে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হবে। কালো ভাব দূর হবে৷ ত্বক শুষ্ক হবে না৷
ছবি: সংগৃহীত
শিয়া বাটার
শীতে শুষ্কতার সমস্যা এড়াতে শিয়া বাটার সবচেয়ে ভাল বিকল্প। প্রতি দিন স্নানের পর শিয়া বাটার সমৃদ্ধ কোনও ক্রিম মাখলে ত্বক শুকনো হবে না৷
ছবি: সংগৃহীত
অ্যালো ভেরা
অ্যালো ভেরা ত্বককে হাইড্রেট করে৷ ব্রণ, ফুসকুড়ি ইত্যাদিতে অ্যালো ভেরা খুব উপকারী৷ প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবেও অ্যালো ভেরার জুরি মেলা ভার৷
ছবি: সংগৃহীত
বাটারমিল্ক
বাটারমিল্কে ল্যাকটিক অ্যাসিড থাকে যা শীতকালে ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং মৃত কোষ দূর করতে সাহায্য করে।
ছবি: সংগৃহীত