বাজারে কাটা মুরগি দেখেও অনেকেই বুঝতে পারেন না মাংসটি কেমন? টাটকা মাংস চেনার উপায় কী?
ছবি: সংগৃহীত
গন্ধ শুঁকে বুঝতে পারবেন মাংস টাটকা কি না। বাজারে থেকে কিনে আনা মাংস যদি খারাপ হয়, তার গন্ধ লুকিয়ে রাখা যাবে না।
ছবি: সংগৃহীত
শুধু গন্ধ নয়, রং দেখেও বুঝতে পারবেন মাংস টাটকা কি না। মুরগির মাংসের রং হালকা গোলাপি। কিন্তু অনেকক্ষণ কাটা থাকলে, তা ফ্যাকাসে হয়ে যায়।
ছবি: সংগৃহীত
মাংস ধরলেই বোঝা যায় সেটি টাটকা কি না, অনেকক্ষণ আগে কাটা মাংসের তুলনায় টাটকা মাংস একটু হলেও নরম এবং গরম হয়।
ছবি: সংগৃহীত
মাংসের গায়ে আঙুল দিয়ে একটু টিপে দেখুন, যদি মাংসের গা বসে গিয়েও আবার আগের জায়গায় ফিরে আসে, তা হলে বুঝবেন মাংসটি টাটকা।
ছবি: সংগৃহীত
প্যাকেটজাত মাংস অনেক দিন পর্যন্ত টাটকা রাখার জন্য রাসায়নিক তরল মেশানো হয়। কেনার সময় খেয়াল রাখুন প্যাকেটে এমন কোনও তরল আছে কি না
ছবি: সংগৃহীত
আপনি যদি বাসি মুরগির দিকে ভালোকরে তাকান তবে আপনি ভেঁকুর দেখতে পাবেন।
ছবি: সংগৃহীত
মাংসের গায়ে কালচে বা সবুজ আভা দেখলেই কেনার আগে সতর্ক হন। অনেক ক্ষণ আগে থেকে কেটে রাখলে মাংসে এমনটা হতে পারে।
ছবি: সংগৃহীত