ভাল জামায় চায়ের দাগ পড়েছে? সহজে দাগ তুলবেন কী ভাবে?

ছবি: সংগৃহীত

media/unsplash:TyBnT0wowmw

চায়ের দাগ পড়ে জামাকাপড় নষ্ট হবে না আর। কয়েকটি সহজ টোটকায় সমাধান।

ছবি: সংগৃহীত

media/unsplash:EJhRYG0sUd4

ঘরোয়া কিছু উপায় কাপড়ের দাগ মুছে যাবে।

ছবি: সংগৃহীত

media/unsplash:RPC4uZ801f8

দাগ দূর করতে লেবু এবং সাদা ভিনিগার ব্যবহার করুন।

ছবি: সংগৃহীত

চায়ের দাগ পড়া জায়গায় লেবুর রস লাগিয়ে টুথব্রাশ দিয়ে ঘষে নিন।

ছবি: সংগৃহীত

media/unsplash:EMWgB-BTyh0

কাপড়টি কিছুক্ষণ রোদে রেখে তার পর ধুয়ে ফেলুন।

ছবি: সংগৃহীত

media/unsplash:uooMllXe6gE

এর পর সমান পরিমাণে ভিনিগার এবং  জল নিন।

ছবি: সংগৃহীত

media/unsplash:axTG1hSQ6W4

মিশ্রণটি দাগ ধরা জায়গায় লাগিয়ে রেখে দিন। আধ ঘণ্টা পর ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করুন।

ছবি: সংগৃহীত

media/unsplash:kh_yr3map2o

জামাকাপড় থেকে চায়ের দাগ সম্পূর্ণ  অদৃশ্য হয়ে যাবে। কোনও দাগ থাকবে না।

ছবি: সংগৃহীত