ছুটির দিন সকালে গরম গরম ছোলে-বাটুরে খেতে কার না ভাল লাগে?

ছবি: সংগৃহীত

কিংবা পেটে প্রচুর খিদে নিয়ে অফিস থেকে বেরিয়েও পাত পেড়ে ছোলে-বাটুরে খেতে অমৃত লাগে।

ছবি: সংগৃহীত

তবে অনেকেই পছন্দ করলেও, মোটা হয়ে যাওয়ার ভয়ে ছোলে-বাটুরে খেতে পারেন না। অনেকে আবার বদ হজমের ভয়েও খান না।

ছবি: সংগৃহীত

তবে কয়েকটি সহজ টোটকা মেনে যদি বাড়িতেই ছোলে-বাটুরে বানিয়ে নিতে পারেন তাহলেই আর এই সমস্যা হবে না।

ছবি: সংগৃহীত

হজমের সমস্যা এড়িয়ে চলতে ছোলেতে কম মশলা ব্যবহার করবেন।

ছবি: সংগৃহীত

ছোলে-বাটুরেতে ক্যালরির পরিমাণ কমানোর একটি দারুণ উপায় হল তেলে না ভেজে সেটিকে এয়ার ফ্রায়ারে ভেজে নেওয়া।

ছবি: সংগৃহীত

যদি তেলেই ভাজতে হয়, তাহলে সর্ষের তেলের বদলে অলিভ অয়েলে ভেজে নিতে পারেন।

ছবি: সংগৃহীত

বাটুরে বানানোর সময় ময়দার বদলে আটা ব্যবহার করুন।

ছবি: সংগৃহীত