media/unsplash:610V59jwByI

পুজোর আগে দ্রুত ওজন ঝরিয়ে ফেলতে চাইছেন?

media/unsplash:VH6oZYxXv2k

যদি পাঁচ কেজি ওজন কমাতে চান তবে ৩৮ হাজার ক্যালরি কমাতে হবে।

media/unsplash:G1SMt-HXmDk

খাবারে ক্যালরির পরিমাণ কমিয়ে দিন, সুষম খাবার খান এবং গরম জল পান করুন।

media/unsplash:ab9TGOltBTE
media/unsplash:ECXB0YAZ_zU

ধীরে ধীরে ওজন কমানো বেশি উপকারী, হঠাৎ করে ওজন কমে গেলে শরীরে পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে।

media/unsplash:hPk_ROIRoyQ

সকালে খালি পেটে হালকা গরম জলে লেবু ও মধু মিশিয়ে পান করলে উপকার পাওয়া যায়।

media/unsplash:CfryyqgO9zc

খালি পেটে জিরা ভেজানো জল পান করলে তা দ্রুত ওজন কমাতে সাহায্য করে।

media/unsplash:4vn9_-wC-BY

সঠিকভাবে ওজন কমাতে দৌড়ানোর অভ্যাস করা উচিত। দৌড়তে না পারলে হাঁটার অভ্যাস করতে হবে।

media/unsplash:Y8bJ61Ozti0