বর্ষাকালে মশার উপদ্রব বৃদ্ধি পায়। যার ফলে ডেঙ্গি এবং ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও থাকে।

মশা তাড়ানোর জন্য বাজারে অনেক পণ্য পাওয়া যায়। কিন্তু তাতে অনেক ক্ষতিকর  রাসায়নিক থাকে।

প্রাকৃতিক ভাবে মশা তাড়াতে ঘরে লাগানো এ সব গাছ ঘরের সৌন্দর্যও বৃদ্ধি করে।

রোজ় মেরি

 মশা নিরোধক হিসাবে বিবেচিত এই গাছটি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে এবং মশাকেও দূরে রাখে।

ল্যাভেন্ডার

 মশা তাড়াতে ঘরে ল্যাভেন্ডার গাছ লাগাতে পারেন। এর একটি মিষ্টি গন্ধও রয়েছে।

সিট্রোনেলা

সিট্রোনেলা মশা তাড়াতে কার্যকর। 

পুদিনা

 পুদিনা পাতার চাটনি বা পানীয় নয়, মশা তাড়াতেও এই গাছটি উপকারী।

লেমনগ্রাস

 লেমনগ্রাস গাছের গন্ধে দূরে থাকে মশা। এই গাছটি চায়েও ব্যবহৃত হয়।