অপরিকল্পিত গর্ভধারণ রোধের অনেক উপায় বর্তমানে বাজারে সহজলভ্য।
কন্ডোম
অবাঞ্ছিত গর্ভধারণ প্রতিরোধের সবচেয়ে সহজ উপায় কন্ডোম। পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই কন্ডোম পাওয়া যায়।
গর্ভনিরোধক ইঞ্জেকশন
এই ইঞ্জেকশনটিতে প্রোজেস্টোজেন হরমোনের একটি সিন্থেটিক বিকল্প রয়েছে, যার প্রভাব তিন মাস পর্যন্ত স্থায়ী হয়।
পিরিয়ড ট্র্যাকার
অবাঞ্ছিত গর্ভাবস্থা এড়াতে পিরিয়ড ট্র্যাকার অ্যাপ ব্যবহার করেও সুফল মিলতে পারে।
কপার টি
গর্ভনিরোধক হিসাবে কপার টি পদ্ধতিটি সম্পূর্ণ নিরাপদ।
ভ্যাজাইনাল রিং
অবাঞ্ছিত গর্ভধারণ প্রতিরোধে রিং-এর মতো গর্ভনিরোধক কার্যকর।
নমনীয় প্লাস্টিকের তৈরি এই রিং তিন সপ্তাহ যোনিতে রাখা যায়।
ঋতুচক্রের সময়ে এই রিং খুলে ফেলা যায়। পুনরায় ব্যবহার করা যায়।
পরবর্তী খবর পড়ুন