media/unsplash:FXX0djgGRLI

স্ত্রী খুব রেগে গিয়েছেন? সহজেই স্ত্রীর মন জয় করে নিতে পারবেন ছয় উপায়ে।

ছবি: সংগৃহীত

স্ত্রী খুব রেগে গেলে চেষ্টা করুন স্ত্রীকে কোনও কাজে সাহায্য করতে।

ছবি: সংগৃহীত

 স্ত্রী রেগে গেলে শান্ত ভাবে তাঁর কথা শুনুন। তাঁর প্রতি যত্নশীল এবং সহানুভূতি প্রকাশ করুন যাতে স্ত্রী বুঝতে পারেন আপনি তাঁর কথা ভাবেন।

ছবি: সংগৃহীত

media/unsplash:IwWr58ck4x4

 শান্ত ভাবে তাঁকে বোঝানোর চেষ্টা করুন। সমস্যার কারণটি আপনি বুঝেছেন সেটাও জানাতে পারেন।

ছবি: সংগৃহীত

media/unsplash:nFsOlSE9Mn8

 স্ত্রী আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তাঁকে বুঝিয়ে বলুন। অনেক সমস্যাই সে ক্ষেত্রে দূর হতে পারে।

ছবি: সংগৃহীত

media/unsplash:8FglZrLD_e4

 আপনার রাগ হলেও স্ত্রীকে সমস্যাটা বোঝার সময় দিন।

ছবি: সংগৃহীত

media/unsplash:5we-PtvuCyE

 প্রতি দিনের কাজে স্ত্রীকে সাহায্য করুন। এতে সম্পর্ক সুন্দর হবে।

ছবি: সংগৃহীত

media/unsplash:dcPNZeSY3yk

 ফুল বা চকোলেট অথবা স্ত্রীর প্রিয় অন্য কিছু উপহার দিতে পারেন। ঘুরতেও যেতে পারেন একসঙ্গে।

ছবি: সংগৃহীত