ইদে যাঁরা বাড়িতে মিষ্টি বানাবেন বলে ঠিক করেছেন, তাঁদের জন্য রইল সহজ ৫ রেসিপি।
ছবি: সংগৃহীত
দেশ জুড়ে পালিত হচ্ছে খুশির ইদ। আর ইদ মানেই বিরিয়ানি, নিহারী, ফিরনি, হালিম, শির খুরমা-সহ আরও রকমারি খাবার।
ছবি: সংগৃহীত
তবে শেষ পাতে মাত দেওয়াটাই আসল চ্যালেঞ্জ। বাড়িতে মিষ্টি বানালে তালিকায় রাখবেন কী কী?
ছবি: সংগৃহীত
শির খুরমা
খেজুর, সিমাই, ঘি, দুধ, বাদাম, পেস্তা দিয়ে বানিয়ে নিন শির খুরমা। নামানোর আগে ঘি আর গোলাপ জল দিতে ভুলবেন না।
ছবি: সংগৃহীত
কিমামি সিমাই
দূধ, খোয়া ক্ষীর, সিমাই, ড্রাই ফ্রুট দিয়ে বানিয়ে নিতে পারেন কিমামি সিমাই।
ছবি: সংগৃহীত
শিরমল
অতিথিদের এই মিষ্টি পরোটা খাইয়ে চমকে দিন। ময়দা, ঘি, চিনি, কেশর দুধ এবং ড্রাই ফ্রুট দিয়ে বানিয়ে নিন এই বিশেষ পদ।
ছবি: সংগৃহীত
ফিরনি
বিরিয়ানির শেষে ফিরনির কোনও তুলনা হয় না। মাটির পাত্রে চাল গুঁড়ো, দুধ, ঘি, কেশর, ড্রাই ফ্রুট দিয়ে বানিয়ে নিন ফিরনি।
ছবি: সংগৃহীত
শাহি টুকরা
এই মিষ্টি বানানো খুবই সহজ। পাউরুটি, দুধ, পেস্তা, বাদাম, ঘি, চিনি এবং কনডেন্সড্ মিল্ক দিয়ে বানিয়ে নিন শাহি টুকরা।
ছবি: সংগৃহীত