একফালি বারান্দায় বাগান করেছেন? শীতের মরসুমে কোন গাছ বাগানের শোভা আরও বৃদ্ধি করবে?
ছবি: সংগৃহীত
শীতকালীন ফুলের গাছ দিয়েই সাজিয়ে তুলুন সাধের বাগান।
ছবি: সংগৃহীত
শীতকালে বাগানে কোন পাঁচ গাছ লাগাবেন?
ছবি: সংগৃহীত
ভুট্টা
ভুট্টা গাছকে ‘ব্যাচেলর বাটন’ও বলা হয়। বাগানকে একটি নতুন চেহারা দেবে এই গাছের ফুল।
ছবি: সংগৃহীত
গাঁদা
বাগানে যদি পর্যাপ্ত সূর্যালোক আসে, তবে গাঁদা ফুলের গাছ রাখুন।
ছবি: সংগৃহীত
ক্যালেন্ডুলা
উজ্জ্বল হলুদ এবং কমলা রঙের ফুলকে পট গাঁদাও বলা হয়। এই ফুলের তেল ত্বকের জন্যও খুব উপকারী। যে কোনও শখের বাগানে এই ফুল দেখা যায়।
ছবি: সংগৃহীত
ডালিয়া
শীতকালে ফোটে এমন ফুলের তালিকায় রয়েছে ডালিয়া। বিভিন্ন রং এবং আকারের ডালিয়া বাগানের শোভা বৃদ্ধি করবে।
ছবি: সংগৃহীত
কার্নেশন
সাদা ছাড়াও অন্য নানা রঙে এই ফুল পাওয়া যায়। এই ফুল দেখতে অনেকটা কাটা কাগজের মতো।
ছবি: সংগৃহীত