বলিরেখা দূর করে ত্বকের তারুণ্য ফেরাতে চান? ঘরে তৈরি পাঁচটি ফেস প্যাকে মিলতে পারে সুফল।
ছবি: সংগৃহীত
রোজের কিছু অভ্যাস, অনিয়ম এমনকি দূষণের ফলে কম বয়সেই দেখা দিতে পারে বলিরেখা।
ছবি: সংগৃহীত
হেঁশেলের কিছু উপাদান দিয়ে ফেস প্যাক তৈরি করে মুখে মাখলে কয়েক দিনের মধ্যেই দূর হতে পারে বলিরেখা!
ছবি: সংগৃহীত
দই
দই, মধু এবং ওটমিল দিয়ে ফেস প্যাক তৈরি করে মুখে লাগান। শুকিয়ে গেলে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
ছবি: সংগৃহীত
পেঁপে
পেঁপে, মধু এবং দুধ দিয়ে একটি ফেস প্যাক তৈরি করে নিন। রোজ এই প্যাকটি ব্যবহার করলে দিন কয়েকের মধ্যেই দূর হবে বলিরেখা।
ছবি: সংগৃহীত
জলপাই তেল
বলিরেখা এড়াতে রাতে ঘুমোনোর আগে জলপাইয়ের তেল মুখে লাগান।
ছবি: সংগৃহীত
হলুদ
নারকেল তেলে হলুদ মিশিয়ে প্যাকটি মুখে লাগিয়ে কিছু ক্ষণ রেখে দিন। এর পর জল দিয়ে মুখ ধুয়ে নিন। বলিরেখা দূরে থাকার পাশাপাশি এতে ত্বকের ঔজ্জ্বল্যও বৃদ্ধি পায়।
ছবি: সংগৃহীত
অ্যালো ভেরা
অ্যালো ভেরা জেলে শসা মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান, ত্বক হাইড্রেট করার পাশাপাশি বলিরেখাও কমবে।
ছবি: সংগৃহীত