দিনরাত এসিতে থাকার ফলে নানা রোগ বাসা বাঁধে শরীরে। এসির হাওয়া সাময়িক স্বস্তি দিলেও বাড়িয়ে তুলতে পারে দীর্ঘস্থায়ী বিভিন্ন রোগের ঝুঁকি।
ছবি: সংগৃহীত
অসহনীয় গরমে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র ছাড়া গতি নেই। তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে সারা ক্ষণ শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকার চেষ্টা করেন অনেকেই।
ছবি: সংগৃহীত
প্রবল গরমের হাত থেকে স্বস্তি দেয় এসি। কিন্তু একটানা এসিতে থাকলে শরীরে জলের ঘাটতি হয়। শরীরে জলের পরিমাণ কমে গেলে মাথা যন্ত্রণা হতে পারে।
ছবি: সংগৃহীত
শ্বাসকষ্টের সমস্যা যাঁদের রয়েছে, এসিতে তাঁদের বেশি ক্ষণ না থাকাই ভাল। এতে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে।
ছবি: সংগৃহীত
এসির হাওয়া অনেককে শরীরকে ভিতর থেকে দুর্বল করে তোলে। সারা ক্ষণ একটা ঘোর লাগা ভাব থেকে যায় তাঁদের। ফলে সারা দিন ক্লান্ত লাগতে পারে।
ছবি: সংগৃহীত
একটানা এসি ঘরে থাকলে ত্বকে চুলকানি হতে পারে। বেরোতে পারে র্যাশও। বিশেষ করে যাঁদের ত্বক শুষ্ক তাঁদের ভোগান্তি হয় বেশি।
ছবি: সংগৃহীত
সারা ক্ষণ এসিতে থাকলে চোখের তরল শুকিয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে।
ছবি: সংগৃহীত
শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র বাতাসের আর্দ্রতা শুষে নেয়। তাই আর্দ্রতার অভাবে চোখে অস্বস্তি হতে পারে।
ছবি: সংগৃহীত