খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী৷ তবে খেজুর আর ঘি একসঙ্গে খেলে কী হয় জানেন?
ছবি: সংগৃহীত
১
নিয়মিত ঘিয়ের মধ্যে খেজুর মিশিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়৷
ছবি: সংগৃহীত
২
পেটের গোলমাল যাঁদের নিত্যসঙ্গী, তাঁরা ঘি মাখানো খেজুর খেলে বিশেষ উপকার পাবেন৷
ছবি: সংগৃহীত
৩
ঘি মাখানো খেজুর খেলে হার্ট ভাল থাকে৷ সেই সঙ্গে কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায়৷
ছবি: সংগৃহীত
৪
5. শীতকালে অস্থিসন্ধিতে পর্যাপ্ত তেল ধরে রাখতেও বিশেষ ভাবে সাহায্য করে ঘি মেশানো খেজুর৷
ছবি: সংগৃহীত
বীজ বাদ দিয়ে খেজুর ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে৷ এর পর খেজুরগুলি তুলে জল ভাল ভাবে ঝরিয়ে নিতে হবে৷
ছবি: সংগৃহীত
একটি পাত্রে দু'চামচ ঘি ঘরম করে তাতে খেজুরগুলি দিয়ে মিনিট দুই-তিন নাড়াচাড়া করতে হবে৷
ছবি: সংগৃহীত
এর পর নামিয়ে ওই ঘি মাখানো খেজুর রেখে দিন এমন পাত্রে যার মধ্যে বাইরের বাতাস প্রবেশ করতে পারবে না৷ এই খেজুর দিনে দু'বার খেতে পারেন৷
ছবি: সংগৃহীত