ভারতের প্রতিবেশী শ্রীলঙ্কায় পর্যটনের অন্যতম আকর্ষণ সে দেশের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য, সিংহলী খাবার এবং সংস্কৃতি। সমুদ্রতট যেমন রয়েছে, তেমনই রয়েছে গভীর অরণ্য।
ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কায় বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকলে কোন কোন জায়গা ঘুরে দেখতেই হবে?
ছবি: সংগৃহীত
অনুরাধাপুরা
অনুরাধাপুরা শ্রীলঙ্কার প্রাচীনতম স্থানগুলির মধ্যে একটি। এখানে অনেক পুরনো মঠ রয়েছে।
ছবি: সংগৃহীত
সিগিরিয়া
বিশালাকার এবং উঁচু পাথর কেটে তৈরি এই প্রাসাদের প্রবেশপথে রয়েছে একটি সিংহ মূর্তি। এই প্রাসাদের উপর থেকে চার পাশের প্রকৃতির সৌন্দর্য সত্যিই উপভোগ করার মতো।
ছবি: সংগৃহীত
মিরিসা বিচ
মিরিসা সমুদ্র সৈকত শ্রীলঙ্কার সবচেয়ে সুন্দর সৈকতগুলির মধ্যে একটি। এখানে বাংলোয় থাকার সুব্যবস্থা রয়েছে। উপভোগ করা যাবে সূর্যোদয় এবং সূর্যাস্ত।
ছবি: সংগৃহীত
উদওয়ালে জাতীয় উদ্যান
বিস্তীর্ণ তৃণভূমি, ঘন জঙ্গল, হাতির পাল, পাখি দেখতে চাইলে উদওয়ালে জাতীয় উদ্যানে ঘুরে আসতেই পারেন।
ছবি: সংগৃহীত
নেগোম্বো
কলম্বোর কাছে অবস্থিত নেগোম্বো শহরের ধর্মীয় বৈচিত্র্যের কারণে একে ‘লিটল রোম’ও বলা হয়।
ছবি: সংগৃহীত
ডেলফ্ট দ্বীপ
শ্রীলঙ্কায় ঘুরতে গেলে ডেলফ্ট দ্বীপে নৌকা ভ্রমণ করতে ভুলবেন না যেন।
ছবি: সংগৃহীত