ব্যস্ত সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে আমাদের জীবনধারা। খাবার সময় কিংবা খাবার, কোনও কিছুই স্বাস্থ্যসম্মত হয় না অনেক সময়।
ছবি: সংগৃহীত
এর ক্ষতিকর প্রভাব পড়ে লিভারের উপর। লিভার নষ্ট হওয়ার আগে শরীরে কিছু পূর্বলক্ষণ দেখা যায়।
ছবি: সংগৃহীত
কোন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার লিভারে সমস্যা হতে পারে?
ছবি: সংগৃহীত
চুলকানি
রাতে যদি শরীরে চুলকানি এবং জ্বালা হয়, তবে সতর্ক হওয়া প্রয়োজন৷ লিভার খারাপ হতে পারে।
ছবি: সংগৃহীত
লিভারের চারপাশে ব্যথা
লিভার খারাপ হলে স্বাভাবিক রক্ত সঞ্চালন ব্যাহত হয়৷ রক্ত জমাট বেঁধে যাওয়ায় লিভারে ব্যথা হয়৷ জমতে শুরু করে এবং আকারে বৃদ্ধি পায়, যার কারণে ব্যথা থাকে।
ছবি: সংগৃহীত
প্রস্রাবের রং পরিবর্তন
প্রস্রাব হলুদ হলে, বিশেষত রাতের প্রস্রাবের রং পরিবর্তন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভাল।
ছবি: সংগৃহীত
পা এবং গোড়ালি ফুলে যাওয়া
রাতের দিকে পা এবং গোড়ালি ফুলে যাচ্ছে? তা হলে আগাম সতর্কতা প্রয়োজন। এগুলি লিভার খারাপের পূর্বলক্ষণ হতে পারে৷
ছবি: সংগৃহীত
বমি বমি ভাব
সাধারণ ঘরোয়া খাবার খেলেও বমি পাচ্ছে? অথবা সকালে ঘুম থেকে ওঠার পর মুখ বিস্বাদ হয়ে আছে। মনে হচ্ছে বমি হলে শরীর হালকা হত? এমন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। সুস্থ থাকতে লিভারের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।
ছবি: সংগৃহীত