ভাজাভুজি খেতে ভালবাসেন, কিন্তু কোলেস্টেরল বৃদ্ধির ভয়ে খেতে পারেন না? রইল এমন কিছু ভাজা খাবারের হদিস যা স্বাদ আর স্বাস্থ্য দুইয়েরই খেয়াল রাখবে৷
ছবি: সংগৃহীত
মুগ ডাল চিল্লা
ছবি: সংগৃহীত
উত্তর ভারতের জনপ্রিয় এই খাবার অত্যন্ত পুষ্টিকর৷ ওজন বেড়ে যাওয়ার ভয় নেই৷ হার্ট এবং ডায়াবিটিসের রোগীদের জন্যও উপকারী৷ মুগ ডাল ভাল করে ধুয়ে সারারাত ভিজিয়ে রাখুন। জল ঝরিয়ে মিক্সিতে ডাল, নুন, কাঁচা লঙ্কা এবং আদা বাটা দিয়ে মিশ্রণ তৈরি করুন৷ কড়াইতে পেঁয়াজ, ক্যাপসিকাম, টোম্যাটো হালকা ভেজে ব্যাটারটি মিশিয়ে অল্প তেলে অমলেটের মতো ভেজে নিন হালকা করে৷ দই, পুদিনা চাটনির সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে৷
ভেলপুরি
ছবি: সংগৃহীত
সন্ধ্যায় খেতে পারেন মুখরোচক ভেলপুরি৷ ভেলপুরির প্রধান উপকরণ মুড়ি, ফলে ওজন বাড়বে না৷ ফাইবার সমৃদ্ধ এই খাবার ওজন নিয়ন্ত্রণে রাখবে৷
খাখারা
ছবি: সংগৃহীত
কম ক্যালোরি এবং কম ফ্যাটযুক্ত এই খাখরাতে প্রচুর পরিমাণে ভিটামিন, ফাইবার রয়েছে৷ এটি হজমশক্তি বৃদ্ধি করে৷ কোষ্ঠ্যকাঠিন্য দূর করে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে৷
পোহা কাটলেট
ছবি: সংগৃহীত
কোলেস্টেরল কম করতে চিঁড়ে অত্যন্ত কার্যকরী। চিঁড়ে খেলে এনার্জি পাওয়া যায় এবং হার্টের জন্য উপকারী৷ চিঁড়ে ধুয়ে অল্প সেদ্ধ করে তাতে আলু সেদ্ধ, গাজর, ক্যাপসিকাম, টোম্যাটো, চাট মশলা, নুন চিনি দিয়ে মেখে কাটলেটের মতো গড়ে অল্প তেলে ভেজে নিতে পারেন৷ পুদিনার চাটনি বা সস্ দিয়ে খেতে পারেন৷
রাগি চিপস
ছবি: সংগৃহীত
সুস্বাদু, পুষ্টিকর এবং কম ক্যালোরি থাকে। প্রচুর পরিমাণে ফাইবার থাকায় পেট ভর্তি রাখে এবং ডায়াবেটিকেরাও খেতে পারেন। রাগী কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও বিশেষ কার্যকরী।
ছোলা চাট
ছবি: সংগৃহীত
কাঁচা ছোলা সারা রাত ভিজিয়ে পর দিন ভাল ভাবে ধুয়ে তাতে শসা,পেঁয়াজ, টোম্যাটো, পুদিনা পাতা, ধনে পাতা, নুন, গোলমরিচ মিশিয়ে বানিয়ে নিন ছোলা চাট৷ হার্টের জন্য উপকারী৷ সুস্বাদু এবং পুষ্টিকর এই খাবার কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
ধোকলা
ছবি: সংগৃহীত
গুজরাটের জনপ্রিয় খাবার। সকালের জলখাবারে খেতে পারেন৷ অত্যন্ত পুষ্টিকর এই খাবার রক্তে শর্করার মাত্রা, কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপের সমস্যা কমাতে বিশেষ কার্যকরী।