গরমে বাইরে না গিয়ে বাড়িতেই ইদের পার্টি রেখেছেন?
ছবি: সংগৃহীত
অতিথি আপ্যায়নের জন্য বানিয়ে নিন ৩ রকমের শরবত।
ছবি: সংগৃহীত
‘মহব্বত কা শরবত’
গ্লাসে দুধ নিয়ে তাতে চৌকো করে কেটে রাখা তরমুজের টুকরো দিন। এতে রু আফজ়া এবং ভেজানো সাবজা বীজ মিশিয়ে নিন।
ছবি: সংগৃহীত
শরবত তৈরি হয়ে গেলে ঘণ্টা খানেকের জন্য ফ্রিজ়ে রেখে পরিবেশন করুন।
ছবি: সংগৃহীত
বেলের শরবত
পাকা বেলের শাঁস বার করে ঠান্ডা জলে ভাল করে মিশিয়ে নিন।
ছবি: সংগৃহীত
আলাদা পাত্রে ছেঁকে চিনি এবং বরফ কুচি মিশিয়ে পরিবেশন করুন।
ছবি: সংগৃহীত
মৌরির শরবত
আগে থেকে ভিজিয়ে রাখা মৌরি মিক্সিতে পিষে নিন। এতে চিনি, বিটনুন এবং জল মিশিয়ে নিন।
ছবি: সংগৃহীত
ছেঁকে নিয়ে শরবতে লেবুর রস এবং বরফ মিশিয়ে নিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
ছবি: সংগৃহীত