অভিনেত্রী রশ্মিকার মন্দানার সৌন্দর্যে মুগ্ধ অনেকেই৷ জানেন কি ত্বকের যত্ন নিতে কী কী করেন অভিনেত্রী?
ছবি: সংগৃহীত
আলো, মেকআপ অভিনেত্রীর নিত্যসঙ্গী। কিন্তু ত্বক সবসময় স্বাস্থ্যোজ্জ্বল রাখতে ত্বকের বিশেষ পরিচর্যা করেন রশ্মিকা৷
ছবি: সংগৃহীত
সম্প্রতি রশ্মিকা ইনস্টাগ্রামে অনুরাগীদের জানিয়েছেন তাঁর সুন্দর ত্বকের রহস্য৷ রশ্মিকার পছন্দ শিট মাস্ক৷
ছবি: সংগৃহীত
শিট মাস্ক এখন ত্বক পরিচর্যায় অত্যন্ত জনপ্রিয়৷ ব্যস্ত জীবনে খুব অল্প সময়ে ত্বকের পরিচর্যা করতে অনেকেই ভরসা রাখেন শিট মাস্কে।
ছবি: সংগৃহীত
একটি পাতলা কাপড়কে ত্বকের জন্য উপকারী সিরাম দিয়ে ভিজিয়ে এই সিট মাস্ক প্রস্তুত করা হয়৷
ছবি: সংগৃহীত
শিট মাস্ক ত্বক হাইড্রেট করে। এটি অত্যন্ত দ্রুত ত্বকের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে সাহায্য করে৷
ছবি: সংগৃহীত
তৈলাক্ত, শুষ্ক, স্বাভাবিক অথবা সংবেদনশীল, ত্বকের ধরন যাই হোক না কেন, এই শিট মাস্ক সব ধরনের ত্বকেই বিশেষ উপকারী৷
ছবি: সংগৃহীত
মুখ ভাল ভাবে পরিষ্কার করে ধুয়ে মুছে নিন৷ শুকনো মুখে ১৫-২০ মিনিটের জন্য শিট মাস্কটি ভাল ভাবে লাগিয়ে রাখুন৷ চোখ বন্ধ করে রাখুন৷ চোখের উপর শশার টুকরো রাখতে পারেন৷ অবশিষ্ট সিরাম গলায় ঘাড়ে ভাল ভাবে মেখে নিন।
ছবি: সংগৃহীত