চুলের পুষ্টিতে তেলের কোনও বিকল্প নেই। রেশমের মতো চুল পেতে হোক, কিংবা চুল ঘন করতে, সব ব্যাপারেই তেলের উপর ভরসা করা যায় চোখ বন্ধ করে।
ছবি: সংগৃহীত
চুল ভাল রাখার পাশাপাশি, চুলের রুক্ষ ভাব দূর করতে, চুল ঝরার সমস্যা কমাতে, খুশকি তাড়াতেও তেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ছবি: সংগৃহীত
স্নানের আগে তেল দিয়ে মাথার তালুতে মালিশ করে নিয়ে শ্যাম্পু করে নেন অনেকে। আবার শ্যাম্পু করবেন বলে কেউ আগের দিন রাতেও চুলে তেল মাখেন।
ছবি: সংগৃহীত
অনেকেরই ধারণা চুলে যত বেশি সময় ধরে তেল মাখিয়ে রাখা যায়, চুল ততই ভাল হয়। তবে চুলে সারারাত তেল মাখিয়ে রাখার অভ্যাস কি সত্যিই উপকারী?
ছবি: সংগৃহীত
৪০-৪৫ মিনিটের বেশি সময় চুলে তেল মেখে না রাখাই ভাল। এতে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে।
ছবি: সংগৃহীত
দীর্ঘক্ষণ চুলে তেল মাখিয়ে রাখলে চুলে ছত্রাকের সমস্যা দেখা যায়। এর ফলে চুল পড়ার সমস্যা বৃদ্ধি পায়।
ছবি: সংগৃহীত
যাদের মাথার ত্বক বা চুলের ধরণ তৈলাক্ত, তাঁরা যদি চুলে বেশিক্ষণ তেল মাখিয়ে রাখেন তবে খুসকির সমস্যা দেখা দেবে।
ছবি: সংগৃহীত
এমনকি ত্বকে ব্রণ, ফুসকুরির মতো সমস্যাও লক্ষ করা যায়।
ছবি: সংগৃহীত