ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের গবেষণায় তৈরি হয়েছে পুরুষদের জন্য বিশেষ গর্ভনিরোধক উপায়।
ছবি: সংগৃহীত
আইসিএমআরের তরফে জানানো হয়েছে, এটি একটি ইঞ্জেকশন, নাম ‘রিসাগ’। এই ইঞ্জেকশন পুরুষরা নিলে সঙ্গম পরবর্তী সময়ে সঙ্গীর গর্ভবতী হওয়ার আশঙ্কা থাকবে না৷
ছবি: সংগৃহীত
আইসিএমআর জানিয়েছে, অবাঞ্ছিত গর্ভধারণ প্রতিরোধে ‘রিসাগ’-এর ব্যবহার সহজ, কার্যকর এবং নিরাপদ।
ছবি: সংগৃহীত
রিপোর্টে প্রকাশিত, এই ইঞ্জেকশনের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই৷ অবাঞ্ছিত গর্ভধারণ এড়াতে এটি ৯৯% সফল।
ছবি: সংগৃহীত
‘রিসাগ’ আবিষ্কার করেছেন আইআইটি খড়্গপুরের গবেষক এবং চিকিৎসক সুজয়কুমার গুহ।
ছবি: সংগৃহীত
এই ইঞ্জেকশন পরীক্ষামূলক ভাবে ৩০৩ জন সুস্থ সক্ষম পুরুষের উপর প্রয়োগ করা হয়েছিল৷ সকলের বয়স ছিল ২৫ থেকে ৪০ বছরের মধ্যে৷
ছবি: সংগৃহীত
যে সব পুরুষ ‘রিসাগ’ নেওয়ার পরে সঙ্গম করেছিলেন, তাঁদের স্ত্রীদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছিল৷ কোনও নেতিবাচক প্রভাব দেখা যায়নি সেই সব মহিলাদের শরীরে৷
ছবি: সংগৃহীত
গবেষণায় জানা গিয়েছে, এক বার ‘রিসাগ’ ইঞ্জেকশন নিলে তার প্রভাব থাকে দীর্ঘ ১৩ বছর৷
ছবি: সংগৃহীত