দীর্ঘ দিন ধরে কাশিতে কষ্ট পাচ্ছেন? ওষুধ, ঘরোয়া টোটকা— কিছুতেই উপকার মিলছে না?
ছবি: সংগৃহীত
হেঁশেলের কিছু উপাদানেই লুকিয়ে রয়েছে কাশির দাওয়াই। তবে খেতে হবে একটি বিশেষ ঘরোয়া উপায়ে!
ছবি: সংগৃহীত
প্রথমে সূক্ষ্ম ভাবে আদা গ্রেট করুন। একটি পাত্রে আদার রস ছেঁকে নিন।
ছবি: সংগৃহীত
এ বার একটি প্লেটে সামান্য ঘি মাখিয়ে নিন যাতে প্লেটটি মসৃণ হয়।
ছবি: সংগৃহীত
ফ্রাইং প্যানে আধ কাপ চিনি নিয়ে তাতে জল দিয়ে একটি সিরাপ তৈরি করুন।
ছবি: সংগৃহীত
চিনি দ্রবীভূত হয়ে গেলে এবং সিরাপটি ঘন হয়ে এলে আদার রস, দু’চামচ মধু এবং লেবুর রস মিশিয়ে দিন।
ছবি: সংগৃহীত
এই মিশ্রণটি এক চামচ করে এক একটি ক্যান্ডির আকারে ঘি মাখানো প্লেটটিতে রেখে ঠান্ডা হতে দিন।
ছবি: সংগৃহীত
শুকনো কাশিতে দিনে এক বা দু’বার এই ক্যান্ডি খেলে আরাম মিলবে।
ছবি: সংগৃহীত