media/unsplash:IaJub0GsVgE

শীতের সময় মুলো পাওয়া যায়৷ কিন্তু গন্ধের কারণে অনেকেই এই সব্জি খেতে পছন্দ করেন না। তবে মুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

ছবি: সংগৃহীত

media/unsplash:SgLrBxw1RFc

মুলোয় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন।

ছবি: সংগৃহীত

media/unsplash:2ZruqxaQdtE

ক্যালোরির পরিমাণ কম থাকায় মুলো ওজন কমাতেও বিশেষ কার্যকরী।

ছবি: সংগৃহীত

media/unsplash:XBdyKef60K0

মুলোয় রয়েছে ফোলেট। মানসিক চাপ দূর করতে এটি বিশেষ কার্যকরী উপাদান।

ছবি: সংগৃহীত

media/unsplash:YwimQWHOE8s

মুলো খেলে শরীর উষ্ণ থাকে। তাই শীতে মূলো খেলে ঠান্ডা লাগে না। এমনকি রক্ত চলাচল স্বাভাবিক রাখতেও মূলো সাহায্য করে।

ছবি: সংগৃহীত

media/unsplash:ewB4K8crWnQ

মুলোয় রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট যা শীতকালে বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক।

ছবি: সংগৃহীত

media/unsplash:N3y7Sgz43WM

মুলোয় রয়েছে পটাশিয়াম। হার্ট ভাল রাখার জন্যও মুলো খেতে পারেন।

ছবি: সংগৃহীত

media/unsplash:xnuneahL-pk

মুলোয় রয়েছে ভিটামিন সি। শীতকালীন রোগের ঝুঁকি কমাতে মুলো বিশেষ উপকারী।

ছবি: সংগৃহীত