লিপস্টিক যেমন সাজের মাত্রা বাড়ায়, তেমনই এর সঠিক প্রয়োগ না জানলে মাটি হয়ে যেতে পারে পুরো সাজটাই।
ছবি: সংগৃহীত
মেরআপ জমকালো হোক কিংবা হালকা, লিপস্টিক লাগাতে কিন্তু কম বেশি সব মহিলাই বেশ পছন্দ করে থাকেন।
ছবি: সংগৃহীত
তবে লিপস্টিক লাগানোর সময়ে ছোটখাট ভুলে অনেকেই ‘মেকআপ-বিভ্রাট’ এর মতো সমস্যায় পড়েন।
ছবি: সংগৃহীত
তবে লিপস্টিক লাগানোর সময়ে কয়েকটি নিয়ম মেনে চললেই এমন হওয়ার আশঙ্কা কমে।
ছবি: সংগৃহীত
অনেক সময়ে দেখা যায়, লিপস্টিক পরলেই তা ঠোঁটের চারপাশে ছড়িয়ে পড়ে।
ছবি: সংগৃহীত
ঠোঁটের কিনারে লিপস্টিক ছড়িয়ে না গিয়ে ভালকরে যাতে লেগে যায় তার জন্য টুথপিক ব্যাবহার করুন
ছবি: সংগৃহীত
টুথপিকে লিপস্টিক নিয়ে ঠোঁটে দাগ কাটুন, ইচ্ছে হলে আপনি পাতলা ব্রাশও ব্যাবহার করতে পারেন
ছবি: সংগৃহীত
এবার লিপস্টিক লাগানোর জন্য এপ্লিকেটর বা ব্রাশ ব্যবহার করতে পারেন
ছবি: সংগৃহীত
খেয়াল রাখবেন যে লিপস্টিক লাগিয়েই ঠোঁট দুটো ঘোষবেন না, বরং শুকিয়ে যেতে দেবেন
ছবি: সংগৃহীত