মটরশুঁটির খোসা দিয়ে ঘরেই তৈরি করা যায় স্ক্রাব।
ছবি: সংগৃহীত
শীতকালে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায়।
ছবি: সংগৃহীত
মটরশুঁটি খেয়ে খোসা সাধারণত ফেলে দেওয়া হয়। কিন্তু ফেলে দেওয়া খোসাই হতে পারে ত্বকের জন্য উপকারী।
ছবি: সংগৃহীত
মটরশুঁটির খোসা থেকে তৈরি স্ক্রাব ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে।
ছবি: সংগৃহীত
কী ভাবে ঘরে বানাবেন ব্রণ প্রতিরোধে বিশেষ কার্যকরী এই স্ক্রাব?
ছবি: সংগৃহীত
মটরশুঁটি ছাড়িয়ে খোসা ভাল ভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এর পর সামান্য ওটস আর মটরশুঁটির খোসা একসঙ্গে পিষে নিতে হবে।
ছবি: সংগৃহীত
এই মিশ্রণের মধ্যে সামান্য কফি গুঁড়ো আর মধু মিশিয়ে নিতে হবে।
ছবি: সংগৃহীত
মিশ্রণটি মুখে ভাল ভাবে মেখে পাঁচ-সাত মিনিট রাখতে হবে৷ তার পর হালকা ভাবে ঘষে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে৷ এর পর ভাল ভাবে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে৷।
ছবি: সংগৃহীত