শরীরচর্চা থেকে খাওযাদাওয়ার কড়াকড়ি— শত চেষ্টাতেও ওজন কমছে না? খাদ্যতালিকায় আজই যোগ করুন ‘বুলেটপ্রুফ কফি’।
ছবি: সংগৃহীত
ওজন কমাতে আজকাল ‘বুলেটপ্রুফ’ বা ‘বুলেট কফি’র চাহিদা বাড়ছে।
ছবি: সংগৃহীত
মাখন এবং এমসিটি তেল দিয়ে তৈরি বুলেট কফি ওজন কমাতে কার্যকর।
ছবি: সংগৃহীত
এই কফিতে পাওয়া থার্মোজেনিক বৈশিষ্ট্যগুলি বিপাক প্রক্রিয়া ত্বরান্বিত করে ক্যালোরি পোড়াতে সাহায্য করে।
ছবি: সংগৃহীত
বুলেট কফি একটি সুষম খাদ্যের পরিপূরক এবং ওজন কমানোর পাশাপাশি শক্তি বৃদ্ধি করে।
ছবি: সংগৃহীত
লবণহীন মাখন বা ঘি, নারকেল তেল এবং মধু মিশিয়ে এই বিশেষ কফি তৈরি করা যায়।
ছবি: সংগৃহীত
সকালে খালি পেটে এই কফি খেলে বেশি উপকার পাওয়া যায়।
ছবি: সংগৃহীত
কফিপ্রেমী হয়ে ওজন ঝরাতে চাইলে এই কফিটি খেয়ে দেখতে পারেন।
ছবি: সংগৃহীত