অনেকেই চুলে শ্যাম্পু করার পর কন্ডিশনার লাগান না। এর ফলে চুল দ্রুত শুষ্ক হয়ে যায়।
ছবি: সংগৃহীত
ঝলমলে ও স্বাস্থ্যকর চুল চাইলে শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার লাগান।
ছবি: সংগৃহীত
জেনে নিন কন্ডিশনার লাগানোর অন্যান্য উপকারিতা।
ছবি: সংগৃহীত
১
শ্যাম্পুর পর কন্ডিশনার লাগালে চুলের আর্দ্রতা বজায় থাকে এবং চুল শুষ্ক হয় না।
ছবি: সংগৃহীত
২
কন্ডিশনার লাগালে চুলে জট পড়ে না। সামান্য জট পড়লেও সহজেই চিরুনি দিয়ে আঁচড়ে জটমুক্ত করা যায়।
ছবি: সংগৃহীত
৩
শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করলে চুলের স্বাভাবিক ঔজ্জ্বল্য বজায় থাকে এবং চুলের ক্ষতি হয় না।
ছবি: সংগৃহীত
৪
কন্ডিশনার লাগালে চুল ভেঙে যাওয়ার সমস্যাও দূর হয়।
ছবি: সংগৃহীত
৫
চুলে নানারকম বাহ্যিক রং বা রাসায়নিকের ব্যবহারে চুল ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত চুল মেরামত করতে কন্ডিশনার সাহায্য করে।
ছবি: সংগৃহীত