ঘর সাজাতে ভালবাসলে গাছ দিয়েই আপনার ঘর সাজিয়ে নিতে পারেন। কয়েকটি গাছ কেবল অন্দরসজ্জায় নয়, বরং ঘুম ভাল হতেও সাহায্য করে।
ছবি: সংগৃহীত
এই সব গাছ ঘরের ভিতরের বাতাসকে বিশুদ্ধ করে। ঘরের গুমোট ভাব দূর করে।
ছবি: সংগৃহীত
স্নেক প্ল্যান্ট
স্নেক প্ল্যান্ট থেকে রাত্রিবেলা অক্সিজেন নির্গত হয়। এর ফলে ঘরে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায়। ঘুম ভাল হয়।
ছবি: সংগৃহীত
অ্যালো ভেরা
অ্যালো ভেরা কেবল ত্বক আর চুলের পরিচর্যায় উপকারী নয়, বসার ঘর বা শোওয়ার ঘরে অ্যালো ভেরা রাখলে তা থেকে রাত্রিবেলা বিশুদ্ধ অক্সিজেন পাওয়া যায়।
ছবি: সংগৃহীত
ল্যাভেন্ডার
ল্যাভেন্ডারের সুমিষ্ট গন্ধ ঘরকে ভরিয়ে রাখে। মানসিক শান্তি পাওয়া যায়। সেই সঙ্গে যাঁদের অনিদ্রা আছে তাঁরা শোওয়ার ঘরে ল্যাভেন্ডার রাখলে ঘুম ভাল হতে পারে।
ছবি: সংগৃহীত
পিস লিলি
শ্বাসকষ্টের সমস্যা থাকলে শোওয়ার ঘরে রাখতে পারেন পিস লিলি। বিছানার পাশে রেখে ঘুমোলে ঘুম ভাল হতে পারে।
ছবি: সংগৃহীত
অ্যারেকা পাম
অ্যারেকা পাম ঘরের ভিতরের দূষিত বাতাস পরিশুদ্ধ করতে বিশেষ কার্যকরী। প্রাকৃতিক উপায়ে ঘর দূষণমুক্ত রাখতে এই গাছ রাখতে পারেন।
ছবি: সংগৃহীত