media/unsplash:mumpl9-D7Uc

ওজন কমাতে এখন অনেকেই ঝুঁকছেন গ্রিন টি-র দিকে।

ছবি: সংগৃহীত

media/unsplash:gy_DN08336U

তবে এমন অনেক চা রয়েছে যা ওজন কমাতে গ্রিন টি-র থেকেও বেশি কার্যকর।

ছবি: সংগৃহীত

media/unsplash:bJzJH85Kp7g

অ্যান্টিঅক্সিড্যান্ট থাকায় গ্রিন টি ওজন কমাতে সাহায্য করে। জনপ্রিয়তার কারণে অনেকেই এই চায়ের দিকে ঝোঁকেন।

ছবি: সংগৃহীত

media/unsplash:_wkd7XBRfU4

সাদা চা বা হোয়াইট টি ওজন কমাতে সাহায্য করে। এই চা হজমে যেমন সাহায্য করে তেমনই শরীরে ফ্যাট কোষ জমতে বাধা দেয়।

ছবি: সংগৃহীত

media/unsplash:JvMt4fFgta4

গ্রিন টি-র মতোই ‘উলং টি’-তে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের মেদ ঝরাতে সাহায্য করে।

ছবি: সংগৃহীত

media/unsplash:Qaor6nxikUM

লেবু চায়ে লেবুর ডাইইউরেটিক গুণ  ওজন কমাতে সাহায্য করে।

ছবি: সংগৃহীত

media/unsplash:ymEgsqhdOXw

অশ্বগন্ধা মানসিক চাপ কমাতে সাহায্য করে। ফলে অশ্বগন্ধা চা খেলে ওজনও নিয়ন্ত্রণে থাকে।

ছবি: সংগৃহীত

media/unsplash:PM4Vu1B0gxk

খিদে কমাতে কার্যকর পুদিনা চা।  ক্যালোরি ঝরাতেও সাহায্য করে এই চা।

ছবি: সংগৃহীত