লোহার কড়াই পরিষ্কার করা বেশ ঝক্কির কাজ। তবে নিয়ম জানা থাকলে ঘরোয়া কিছু পদ্ধতিতেই তা পরিষ্কার করা সম্ভব।
ছবি: সংগৃহীত
ব্যবহারের পর কড়াই ভাল করে ধুয়ে, জল শুকিয়ে নিন। এর পর সুতির কাপড়ে পরিষ্কার করে মুছতে হবে।
ছবি: সংগৃহীত
লোহার কড়াই পরিষ্কার করতে ভিনিগার ব্যবহার করা যেতে পারে।
ছবি: সংগৃহীত
রান্নাঘরে থাকা ভিনিগারেই হতে পারে সমস্যার সমাধান।
ছবি: সংগৃহীত
কড়াইয়ের জং-ধরা অংশে কয়েক ফোঁটা ভিনিগার লাগিয়ে রেখে কিছু ক্ষণ রেখে দিতে হবে।
ছবি: সংগৃহীত
এক কাপ জলে দু’চামচ বেকিং সোডা দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন।
ছবি: সংগৃহীত
এর পর মিশ্রণটি মরচে পড়া অংশের উপর লাগিয়ে একটি টুথব্রাশ দিয়ে ঘষে নিন।
ছবি: সংগৃহীত
লেবু যে কোনও ধরনের দাগ তুলতে সাহায্য করে। মরচে পড়া কড়াইয়ে কয়েক টুকরো লেবু ও জল দিয়ে ভাল করে ফুটিয়ে নিন।
ছবি: সংগৃহীত
এর পর কড়াই ঠান্ডা হলে বাসন মাজার সাবান দিয়ে পরিষ্কার করে নিন।
ছবি: সংগৃহীত