প্রতিদিন সকালে এককাপ গ্রিন টি বানিয়েই ব্যবহৃত গ্রিন টি ব্যাগটি ফেলে দেন?
ছবি: সংগৃহীত
আপনার ফেলে দেওয়া ওই গ্রিন টি ব্যাগেরও গুণ অনেক, সেটা জানেন কী?
ছবি: সংগৃহীত
ফেলে না দিয়ে আরও ৫ ভাবে সেটিকে কাজে লাগাতে পারেন, রইল টোটকা।
ছবি: সংগৃহীত
ব্যবহৃত গ্রিন টি ব্যাগটি শুকিয়ে আলমারিতে রেখে দিন, আলমারিতে হওয়া স্যাঁতস্যাতে গন্ধ থেকে মুক্তি পাবেন।
ছবি: সংগৃহীত
ব্যাবহার করা টি ব্যাগ থেকে গ্রিন টি বের করে টবের মাটিতে দিয়ে দিন, ভাল সার হিসাবে কাজ করবে।
ছবি: সংগৃহীত
ব্যবহৃত গ্রিন টি শুকিয়ে নিয়ে বাটিতে ঢেলে ফ্রিজে রেখে দিন, দুর্গন্ধ হবে না।
ছবি: সংগৃহীত
ননস্টিক কড়াইতে গরম জল ঢেলে তাতে ব্যবহৃত গ্রিন টি ব্যাগ ডুবিয়ে সারারাত রেখে দিন, তেলচিটে ভাব চলে যাবে।
ছবি: সংগৃহীত
গ্রীষ্মের দিনে স্নানের জলে ব্যবহৃত গ্রিন টি ব্যাগ ফেলে স্নান করুন, শরীর থেকে ঘামের দুর্গন্ধ দূর হবে।
ছবি: সংগৃহীত