এই গরমে গাড়ির ভিতরটাও এত গরম হয়ে থাকছে যে, এসি না চালিয়ে উপায় নেই। তবে সেই এসি থেকেও যদি গরম হাওয়া বেরোয়, তখন কী করবেন?
ছবি: সংগৃহীত
গাড়ির এসি যাতে ঠিকঠাক কাজ করে, তার জন্য মেনে চলতে হবে সহজ কিছু পদ্ধতি।
ছবি: সংগৃহীত
গাড়ির এসি চালু করার আগে সমস্ত কাচ নামিয়ে দু’মিনিট মতো রেখে দিন এবং ফ্যান চালিয়ে রাখুন।
ছবি: সংগৃহীত
দু’মিনিট পর কাচ তুলে, ফ্যান বন্ধ করুন এবং এসি চালিয়ে দিন। এর ফলে বদ্ধ গাড়ির ভিতর থাকা তাপ বেড়িয়ে যাবে।
ছবি: সংগৃহীত
বাড়ির এসির ফিল্টার যেমন পরিষ্কার করতে হয়, গাড়ির এসির ফিল্টারও তেমন পরিষ্কার করাতে লাগে। এমনকি গাড়ির দরজা, জানলা ইত্যাদির দিকেও নজর রাখুন। কোনও ফাঁক তৈরি হয়নি তো? তেমন বুঝলে ‘সার্ভিসিং’ করান।
ছবি: সংগৃহীত
এসির মধ্যে ধুলো-ময়লা জমা থাকলে ‘এয়ারফ্লো’য়ে বাধা আসে। এর ফলেও অনেক সময় গাড়ি ঠান্ডা হতে চায় না।
ছবি: সংগৃহীত
গাড়ির ভিতরের আবহাওয়া ঠান্ডা রাখার জন্য ‘ভাইসর’ লাগাতে পারেন। এতে গাড়ির ভিতরটা অনেকটা ঠান্ডা থাকবে।
ছবি: সংগৃহীত
এ ছাড়া, গাড়ি সব সময় ছায়াঘেরা অঞ্চলে পার্ক করুন। এসি চালানোর আগে গাড়ির সমস্ত দরজা ও কাচ ঠিকমতো বন্ধ করুন।
ছবি: সংগৃহীত