media/unsplash:Omae6x2qFTU

তারুণ্য ধরে রাখতে কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি। 

ছবি: সংগৃহীত

media/unsplash:05h6EcVk7uY

জাপানিরা সারা বিশ্বে সুস্বাস্থ্যের জন্য বিশেষ ভাবে প্রশংসিত। 

ছবি: সংগৃহীত

media/unsplash:-yqiYu9xRBU

জাপানের মানুষেরা ফিটনেস নিয়ে খুবই সচেতন। তাই তাঁদের তারুণ্য বজায় থাকে বহু দিন।

ছবি: সংগৃহীত

media/unsplash:P4epudldYMU

জাপানিদের জীবনধারার উপর ভিত্তি করে ‘ইকিগাই’ গ্রন্থে জাপানিদের সুস্বাস্থ্যের রহস্যের কথা বলা হয়েছে।

ছবি: সংগৃহীত

media/unsplash:ute2XAFQU2I

বইতে বলা হয়েছে, এক জায়গায় বেশি ক্ষণ বসে কাজ করলে পেশি দুর্বল হয়ে যায়।

ছবি: সংগৃহীত

media/unsplash:DK8jXx1B-1c

দীর্ঘ ক্ষণ এক জায়গায় বসে কাজ করলে হাড় দুর্বল হয় এবং হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ে।

ছবি: সংগৃহীত

media/unsplash:Ld9fQtZl_pc

দীর্ঘ সময় এক জায়গায় বসে কাজ করলে স্থূলতা বাড়ে যা বহু রোগ ডেকে আনে।

ছবি: সংগৃহীত

media/unsplash:zeFy-oCUhV8

তেলমশলা দেওয়া বাইরের খাবের অর্থাৎ ‘ফাস্টফুড’ স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। রোজের ডায়েটে ফল রাখা আবশ্যক।

ছবি: সংগৃহীত

media/unsplash:6sNQftdA3Zs

পর্যাপ্ত ঘুম খুবই জরুরি। ঘুমের সময় শরীরে মেলাটোনিন হরমোন তৈরি হয়।

ছবি: সংগৃহীত

media/unsplash:D337PostcEM

এই হরমোন আমাদের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে এবং একাধিক রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয়।

ছবি: সংগৃহীত