খাবার দেখলেই কান্নাকাটি করে শিশু? 

ছবি: সংগৃহীত

media/unsplash:I3UQSz13T9A

বকাঝকা করেও খাওয়ানো যায় না!

ছবি: সংগৃহীত

media/unsplash:pJJcl8UJ7dg

কোন অভ্যাসে বদল আনলে শিশুর খিদেও বাড়বে, আবার খেতে বসে  ঝামেলাও করবে না?

ছবি: সংগৃহীত

media/unsplash:FLkOiJCrYcU

খাওয়ার সময়

শিশুকে দিনের কয়েকটি নির্দিষ্ট সময়ে খেতে দিন। ধীরে ধীরে তারা সেই সময়ে খাওয়ার অভ্যাস করে ফেলবে।

ছবি: সংগৃহীত

media/unsplash:Oegag5JS-m8

খাবার পরিবেশনের পদ্ধতি

শিশুরা বিভিন্ন রঙ এবং আকারের খাবারের প্রতি আকৃষ্ট হয়। তাই সুস্বাদু  খাবার সুন্দর করে পরিবেশন করে দিন।

ছবি: সংগৃহীত

media/unsplash:Fd06ADe4CRw

খাবারের মাত্রা

শিশুকে এক বারে অনেকটা খেতে দেবেন না। অল্প অল্প করে খেলে খিদে বাড়বে। খাওয়ার প্রতি শিশুর আগ্রহও বাড়বে।

ছবি: সংগৃহীত

media/unsplash:NAt6a3c3nz0

সবার সঙ্গে খাওয়ান

বাড়ির সকলের সঙ্গেই শিশুকে খাওয়ান। অন্যদের দেখেও শিশু খেতে শিখবে।

ছবি: সংগৃহীত

media/unsplash:Gnno-seaqNU

‘জাঙ্ক ফুড’ নয়

বাচ্চাদের বাইরের খাবার, মিষ্টি জাতীয় খাবার বেশি দেবেন না। পরিবর্তে তাদের ফল এবং শাকসব্জি বেশি করে দিন।

ছবি: সংগৃহীত