নিয়মিত বাইরে বেরোন যারা, তাঁদের মুখে সরাসরি এসে পড়ে সূর্যের ক্ষতিকারক রশ্মি। যার ফলে তাঁদের ত্বকে কালো দাগছোপ পড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।

ছবি: সংগৃহীত

এ ছাড়া ত্বকের সব থেকে বড় শত্রু ব্রণ তো আছেই। ব্রণ চলে গেলেও সে তার দাগ রেখে যায়।

ছবি: সংগৃহীত

ত্বকের এই কালো দাগছোপ কমাতে চাইলে ত্বক পরিচর্যায় বদল আনতে হবে।

ছবি: সংগৃহীত

বাজার থেকে নামীদামি প্রসাধনী এনে মেখে যে এর সুরাহা পেতে হবে এমন কোনও ব্যাপার নেই। কিছু সহজ ঘরোয়া টোটকা মেনে চললেই হবে।

ছবি: সংগৃহীত

মুখে প্রতি দিন শসার রস মাখতে পারেন। এতে ত্বকের কালো দাগছোপ হালকা হবে।

ছবি: সংগৃহীত

প্রতি দিন স্নানের আগে সামান্য পরিমাণ মুসুর ডাল বাটা মুখে মেখে রাখুন। মুখে কালো দাগছোপ তো দূর হবেই,  সঙ্গে ব্রণও কমবে।

ছবি: সংগৃহীত

সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে ত্বকের যে ক্ষতি হয়,  তা দূর করতে টম্যাটো খুব ভাল কাজ করে। ১৫-২০ মিনিট মুখে টম্যাটোর রস মেখে রাখুন,  উপকার পাবেন।

ছবি: সংগৃহীত

সপ্তাহে ২-৩ দিন আলুর রস মাখুন। ত্বকের দাগছোপ দূর করতে এই রস অব্যর্থ।

ছবি: সংগৃহীত