চোখের নীচের কালো দাগ কিছুতেই যাচ্ছে না?
ছবি: সংগৃহীত
অনেক সময় স্ট্রেস, ডিহাইড্রেশন, এমনকি বার্ধক্যজনিত কারণে চোখের তলায় কালি পড়তে পারে।
ছবি: সংগৃহীত
সমস্যা থেকে রেহাই পেতে আর বাজার চলতি দামি প্রসাধনীর প্রয়োজন হবে না!
ছবি: সংগৃহীত
মাত্র ২-৩টি উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নিন একটি প্যাক।
ছবি: সংগৃহীত
প্যাকটি তৈরি করতে প্রয়োজন কফি, জল, বরফের টুকরো এবং তুলো।
ছবি: সংগৃহীত
প্রথমে একটি পাত্রে কফি নিয়ে তাতে কিছুটা গরম জল দিন। কফি মিশে গেলে বরফের টুকরো যোগ করুন।
ছবি: সংগৃহীত
তুলোর দু’টি প্যাড নিয়ে ‘ইউ’-এর আকারে কেটে কফির মিশ্রণে ডুবিয়ে রাখুন। অতিরিক্ত জল ফেলে দিতে আলতো চেপে তুলে নিন।
ছবি: সংগৃহীত
‘ইউ’ আকৃতির তুলোর প্যাড দু’চোখের নীচে লাগিয়ে মিনিট ১৫ রেখে দিন। প্রতি দিন এই প্যাকটি ব্যবহার করলে ফলাফল মিলবে হাতেনাতে।
ছবি: সংগৃহীত