মিষ্টি ও টক তেঁতুল ব্যবহার করে চুল কালো করা যায়।
তেঁতুলপাতা ব্যবহার করে বাড়িতে সহজেই চুল কালো করা যায়।
চুল কালো করার পাশাপাশি তেঁতুলপাতা চুলকে মজবুত এবং চকচকে করে।
বাজারের দামি পণ্যের বদলে ঘরে তৈরি সামগ্রী দিয়ে প্রাকৃতিক উপায়ে চুল কালো করলে পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় থাকে না।
তেঁতুলের পাতা দিয়ে ‘হেয়ার প্যাক’ বা ‘হেয়ার স্প্রে’ তৈরি করে নিয়মিত ব্যবহার করুন, কয়েক দিনের মধ্যেই সুফল মিলবে।
তেঁতুলপাতা দইয়ের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে চুলে লাগান।
‘হেয়ার প্যাক’টি চুলে লাগিয়ে কিছু ক্ষণ ম্যাসাজ করুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে চুল পরিষ্কার করে নিন।
‘হেয়ার স্প্রে’ তৈরি করতে একটি পাত্রে পাঁচ কাপ জল গরম করে তাতে তেঁতুল পাতা দিয়ে ভাল করে ফুটিয়ে নিন।
জল ঠান্ডা হলে একটি বোতলে ভরে চুলে স্প্রে করুন, ২০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।
পরবর্তী খবর পড়ুন