দোলে রং খেলার আগে এবং পরে কী করলে ত্বকের ক্ষতি হবে না?
ছবি: সংগৃহীত
বাজারচলতি রং, এমনকি আবিরে উপস্থিত রাসায়নিক ত্বকের মারাত্মক ক্ষতি করতে পারে।
ছবি: সংগৃহীত
ঝুঁকি এড়াতে রং খেলার সময় কী কী বিষয় মাথায় রাখতে হবে?
ছবি: সংগৃহীত
রং খেলার আগে হাত এবং পায়ে নারকেল তেল বা যে কোনও ময়েশ্চারাইজ়ার লাগান।
ছবি: সংগৃহীত
লম্বা হাতা পোশাক, গগল্স এবং মাথা ঢাকতে স্কার্ফ বা টুপি পরুন।
ছবি: সংগৃহীত
হাতের নখ ছোট রাখুন যাতে রং নখের ভিতরে ঢুকতে না পারে।
ছবি: সংগৃহীত
রাসায়নিক রঙের পরিবর্তে প্রাকৃতিক রং দিয়ে খেলুন।
ছবি: সংগৃহীত
রং খেলার পর হালকা গরম জলে স্নান করুন।
ছবি: সংগৃহীত
রং তুলতে ত্বক বেশি জোরে ঘষবেন না।
ছবি: সংগৃহীত
স্নানের পর আবার ময়েশ্চারাইজ়ার লাগান।
ছবি: সংগৃহীত