ব্যথার ওষুধ খেয়েও কমছে না পায়ে ব্যথা? কী কারণে এমন হতে পারে?
ছবি: সংগৃহীত
ডিপ ভেইন থ্রম্বোসিস
ডিপ ভেইন থ্রম্বোসিস অর্থাৎ পায়ে রক্ত জমাট বাঁধার কারণে পায়ে ব্যথা, ফোলা ভাব এবং লাল ভাব হতে পারে।
ছবি: সংগৃহীত
জয়েন্ট কন্ডিশন
বাত, সায়াটিকা ইত্যাদির কারণে পায়ে ব্যথা বৃদ্ধি পেতে পারে।
ছবি: সংগৃহীত
পেরিফেরাল স্নায়ুরোগ
ডায়াবিটিস থাকলে, তা ছাড়া অতিরিক্ত মদ্যপানের ফলে স্নায়ু আক্রান্ত হলে পায়ে ব্যথা এবং শিহরণের অনুভূতি হয়।
ছবি: সংগৃহীত
স্নায়ু সঙ্কোচন
পায়ে ব্যথার আর একটি কারণ হল স্নায়ুর সঙ্কোচন। স্নায়ুতে চাপের কারণে অসাড়তা এবং ব্যথার মতো সমস্যা দেখা দেয়।
ছবি: সংগৃহীত
পেরিফেরাল ধমনী
ধমনীতে প্লাক জমার কারণে রক্ত চলাচল ঠিক মতো হয় না এবং পায়ে ব্যথা, খিঁচুনি, অসাড়তার মতো সমস্যা দেখা দেয়।
ছবি: সংগৃহীত
আঘাত
মচকে যাওয়া, আঘাত, পড়ে যাওয়া, ভাঙা ইত্যাদির কারণে আঘাতপ্রাপ্ত হলেও দীর্ঘ দিন ধরে ব্যথায় ভুগতে হতে পারে।
ছবি: সংগৃহীত
মাংসপেশির টান
ভুল ব্যয়াম, অতিরিক্ত শারীরিক পরিশ্রম ইত্যাদির কারণে পেশিতে টান পড়ে। এর ফলে ব্যথা হতে পারে।
ছবি: সংগৃহীত