উজ্জ্বল ত্বক কে না চায়! এর জন্য রাতে ত্বকের বিশেষ যত্নের প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, ভাল একটি নাইট ক্রিম ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখতে সাহায্য করে।
ছবি: সংগৃহীত
বাজারচলতি ক্রিমের দাম অনেক বেশি। তবে ঘরে খুব সহজেই তৈরি করা যেতে পারে নাইট ক্রিম।
ছবি: সংগৃহীত
নাইট ক্রিম বানাতে প্রয়োজন কেশর বা জাফরান। এটি খাওয়া এবং ত্বকে লাগানো দুই-ই উপকারী।
ছবি: সংগৃহীত
জাফরান কেবল ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে তা-ই নয়, জাফরান খেলে শরীরও সুস্থ থাকে।
ছবি: সংগৃহীত
ক্রিম তৈরির প্রধান উপাদান জাফরান বা কেশর৷ কেশর ত্বকের কালো ভাব দূর করে। ত্বক কোমল উজ্জ্বল করে৷
ছবি: সংগৃহীত
এর পর একটি ছোট কৌটোয় জাফরান, অ্যালো ভেরা জেল, বাদাম তেল নিতে হবে।
ছবি: সংগৃহীত
এই সব মিশ্রণ ভাল ভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল ভেঙে দিন।
ছবি: সংগৃহীত
এ বার আবার ভাল ভাবে মিশিয়ে নিন। আপনার ক্রিম তৈরি। প্রতি দিন রাতে ঘুমোতে যাওয়ার ১০ মিনিট আগে মুখ পরিষ্কার করে মেখে ফেলুন এই ক্রিম। কিছু দিন পর আপনার ত্বকও কথা বলবে।
ছবি: সংগৃহীত