শীতের শুরুতে জ্বর, সর্দি, কাশির পাশাপাশি চোখে সংক্রমণও বৃদ্ধি পেতে পারে।
ছবি: সংগৃহীত
ধুলোবালি, ধোঁয়া এবং বায়ুদূষণের কারণে চোখ থেকে জল পড়া, চোখ চুলকানো, চোখ জ্বালা , ফোলা ভাব ইত্যাদি নানা সমস্যা দেখা দেয়।
ছবি: সংগৃহীত
একটু সতর্ক থাকলেই চোখের সংক্রমণ এড়ানো যেতে পারে।
ছবি: সংগৃহীত
শীতের শুরুতে চোখকে বিভিন্ন দূষণজনিত সংক্রমণের হাত থেকে সুরক্ষিত রাখতে কী কী করবেন?
ছবি: সংগৃহীত
ঘর থেকে বেরোনোর আগে চশমা ব্যবহার করুন। ধুলোবালি সহজে চোখে প্রবেশ করতে পারবে না।
ছবি: সংগৃহীত
অপরিষ্কার হাত দিয়ে চোখ চুলকালে সংক্রমণে আশঙ্কা থাকে। ফোলা ভাব বা অ্যালার্জি হলে চিকিৎসকের পরামর্শ নিন।
ছবি: সংগৃহীত
চোখ জ্বালা এবং চুলকানি থেকে মুক্তি পেতে ঠান্ডা সেঁক দিতে পারেন। এতে উপকার মিলতে পারে।
ছবি: সংগৃহীত
বাইরে থেকে ফিরে ঠান্ডা জলে চোখ ধুয়ে নিন। সমস্যা বৃদ্ধি পেলে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ছবি: সংগৃহীত